গাউছে পাকের ১১ নাম

 

গাউছে পাকের ১১ নাম

১/ সাইয়েদ মহিউদ্দীন - আমরুল্লাহ - আল্লাহর আদেশ।

২/ শেখ মহিউদ্দীন - ফাদলুল্লাহ - আল্লাহর সন্তুষ্টি।

৩/ আউলিয়া মহিউদ্দীন - আমানুল্লাহ - আল্লাহর নিরাপত্তা।

৪/ মিছকিন মহিউদ্দীন - নুরুলুল্লাহ - আল্লাহর নূর।

৫/ গাউছ মহিউদ্দীন - কুতুবুল্লাহ - আল্লাহর কুতুব।

৬/ ছোলতান মহিউদ্দীন - ছাইফুল্লাহ - আল্লাহর তরবারী

৭/ খাজা মহিউদ্দীন - ফরমানুল্লাহ - আল্লাহর বানী।

৮/ মখদুম মহিউদ্দীন - বুরহানুল্লাহ - আল্লাহর দলীল।

৯/ দরবেশ মহিউদ্দীন - আয়াতুল্লাহ - আল্লাহর নিশানা।

১০/ বাদশাহ মহিউদ্দীন - গাউছুল্লাহ - আল্লাহর অলৌকিক ক্ষমতা।

১১/ ফকীর মহিউদ্দীন - মুশাহিদুল্লাহ - আল্লাহর সাক্ষী।

এই নাম পাঠের বরকতে অনেক কঠিন মুসিবত দূর হয়।

(সুন্নী বার্তা,গেয়ারভী শরীফের ইতিহাস,কৃত:- অধ্যক্ষ হাফেজ মুহাম্মাদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি)।



এই লেখাগুলোও আপনার পছন্দ বা প্রয়োজনীয় হতে পারে....

গাউছ বলার প্রমাণ

আমার কদম সকল ওলীগণের গর্দানের উপর

কাছিদায়ে গাউছিয়া পাঠের গুরুত্ব














Post a Comment

নবীনতর পূর্বতন