আকিকার মাংসের বন্টন কিভাবে করবে?

 

প্রশ্ন: আকিকার মাংসের বন্টন কিভাবে করবে? 

উত্তর: আমার আক্বা আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত, শাহ্ ইমাম আহমদ রযা খান  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেন: আকিকার মাংসও কুরবানীর মতাে তিন ভাগ করা মুস্তাহাব। একভাগ নিজের, একভাগ আত্মীয়-স্বজন, একভাগ ফকির-মিসকিনের জন্য। ইচ্ছা করলে নিজে সব রেখে দিতে পারবে অথবা সম্পূর্ণ বন্টনও করে দিতে পারবে, কুরবানীর মতাে। (ফতওয়ায়ে রযবীয়া, ২০তম খন্ড, ৫৮৪ পৃষ্ঠা) 

____________

আকিকা সম্পর্কিত প্রশ্নোত্তর

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন