আকিকার দোয়া কে পড়বে? জবেহকারী না পিতা?

 

প্রশ্ন: আকিকার দোয়া কে পড়বে? জবেহকারী না পিতা? 

উত্তরঃ জবাইকারীই দোয়া পড়বে। যদি পিতা সন্তানের আকিকার পশু জবাই করে (জবাইয়ের পূর্বে) তখন এ দোয়া পড়বে: 


اَللّٰهُمَّ هٰذِهٖ عَقِیۡقَتُ ابۡنِیۡ فُلَانٍ دَمُهَا بِدَمِهٖ وَلَحۡمُهَا بِلَحۡمِهٖ وَعَظۡمُهَا بِعَظۡمِهٖ وَجِلۡدُهَا بِجِلۡدِهٖ وَشَعۡرُهَا بِشَعۡرِهٖ ٜ اَللّٰهُمَّ اجۡعَلۡهَا فِدَاءً لِابۡنِیۡ مِنَ النَّارِ ٜبِسۡمِ للّٰهِ اَللّٰهُ اَكۡبَرۡ٭


অর্থ:- হে আল্লাহ! এটা আমার অমুক ছেলের আকিকা তার (পশুর) রক্ত,  তার (ছেলের) রক্তের, তার মাংস ছেলের মাংসের, তার হাড় ছেলের হাড়ের, তার চামড়া ছেলের চামড়ার,  তার চুল ছেলের চুলের বিনিময়ে কবুল করাে। হে আল্লাহ্! এ পশুকে আমার ছেলের জন্য জাহান্নামের আগুন থেকে ফিদিয়া বানিয়ে দাও। আল্লাহর নামে আরম্ভ, আল্লাহ মহান। 

(দোয়া শেষ করার সাথে সাথে দ্রুত জবেহ করে দিন) । 


‘অমুক’ এর স্থানে এ সন্তানের যে নাম হয় তা হবে, আর মেয়ে সন্তান হলে উভয় স্থানে اِبۡنِیۡ এর জায়গায় بِنۡتِیۡ এবং هٖ আছে সেখানে هَا হবে। যদি (পিতা ছাড়া) অন্য ব্যক্তি জবাই করে তখন উভয় স্থানে اِبۡنِیۡ فُلَان অথবা بِنۡتِیۡ فُلَان এর স্থানে فُلَان اِبۡنِیۡ فُلَان  অথবা فُلَانَه بِنۡتِ فُلَانَه বলবে। সন্তানকে তার পিতার দিকে সম্পর্কিত করবে। (ফতওয়ায়ে রযবীয়া, ২০তম খন্ড, ৫৮৫ পৃষ্ঠা) উদাহরণ স্বরূপ: মুহাম্মদ রযা বিন মুহাম্মদ আলী।



দোয়া পড়া কি জরুরী?

 (২৯) প্রশ্ন: দোয়া পড়া ছাড়া কি আকিকা শুদ্ধ হবে না? 

উত্তর: দোয়া পড়া ছাড়া আকিকা শুদ্ধ হয়ে যাবে। (বাহারে শরীয়াত, ৩য় খন্ড, ৩৫৭ পৃষ্ঠা)

____________

আকিকা সম্পর্কিত প্রশ্নোত্তর

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)


নবীজির মর্যাদাসমূহ জানতে ক্লিক করুন

4 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন