একজন নেক্কার মহিলা ছিলেন। যিনি কথায় কথায় بسم الله الر حمن الر حيم পাঠ করতেন। তাঁর স্বামী যে মুনাফিক ছিল। সে তাঁর এ অভ্যাসের কারণে খুবই জ্বলতাে। পরিশেষে সে এ সিদ্ধান্ত নিল, আমি আমার স্ত্রীকে এমন অপদস্ত করব যেন সে চিরদিন তা মনে রাখে। তাই স্বামী তার স্ত্রীকে ১টি থলে দিয়ে বলল: “ভালভাবে রাখিও।" স্ত্রী সে থলেটি হিফাযত করে রাখলাে। স্বামী সুযােগ বুঝে থলেটি সরিয়ে নিয়ে
নিজের বাড়ির কূপে ফেলে দিল যাতে পাওয়ার সুযােগই না থাকে। এরপর সে তাঁর কাছ থেকে থলেটি চাইল। ঐ নেককার মহিলা থলে রাখার জায়গায় আসলাে এবং যে মাত্র بسم الله الر حمن الر حيم বলল তখন আল্লাহ্ তাআলা জিব্রাঈল এ এ কে নির্দেশ দিলেন, দ্রুতগতিতে যাও এবং থলেটি ঐ জায়গায় রেখে দাও। সুতরাং হযরত সায়্যিদুনা জিব্রাঈল (عليه السلام) মুহূর্তের মধ্যে কূপ থেকে থলেটি বের করে যথাস্থানে রেখে দিলেন। যখন মহিলাটি তা নেয়ার জন্য হাত বাড়ালেন তখন থলেটি যে অবস্থায় রেখেছিলেন ঐ অবস্থায়ই পেলেন। স্বামী থলেটি পেয়ে খুবই অবাক হল এবং আল্লাহ্ তাআলার নিকট সে সত্যিকার অন্তরে তাওবা করল।(কালইউবী, ঘটনা-১১, ১১, ১২ পৃষ্ঠা)।
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হােক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হােক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এসব কিছুই بسم الله الر حمن الر حيم এর বাহার। যে ব্যক্তি উঠা বসা সহ প্রত্যেক, ছােট বড় যে কোন জায়েয ও মর্যাদাপূর্ণ কাজের পূর্বে পাঠ করতে থাকে, বিপদের সময় তাঁকে অদৃশ্য থেকে সাহায্য করা হয়।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন