হযরত সায়্যিদুনা হারিস মুহাসিবী رضى الله تعالى عنه বলেন: “একজন ফসল পরিমাপকারী ওই কাজ ছেড়ে দিলো এবং আল্লাহ্ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলো।সে যখন মৃত্যুবরণ করল, তখন তার এক বন্ধু তাকে স্বপ্নে দেখল এবং বলল: “অর্থাৎ আল্লাহ্ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করলেন? সে বলল: “আমার ওই পাল্লা, যা দিয়ে আমি ফসল ইত্যাদির ওজন করতাম, তাতে আমার অসাবধানতার কারণে কিছু মাটির মতো জিনিষ লেগে গিয়েছিল, যার আমি পরোয়াই করিনি ও পরিস্কার করিনি। ফলে প্রতিবার মাপার সময় ওই মাটির পরিমাণ মাল কম হতে যাচ্ছিল। এ অপরাধের শাস্তিতে আমি গ্রেফতার হয়েছি। (আখলাকুস সালেহীন, ৫৬ পৃষ্ঠা)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন