হযরত সায়্যিদুনা ওহাব ইবনে মুনাব্বিহ رضى الله تعالى عنه বলেন: বনী ইসরাঈলের এক যুবক সকল গুনাহ থেকে তাওবা করল। অতঃপর সত্তর বছর যাবৎ নিয়মিতভাবে ইবাদতে মশগুল রইল। দিনের বেলায় রোযা রাখত, রাত জেগে ইবাদত করত। তার তাকওয়ার এ অবস্থা ছিলো যে, কোন ছায়ায় বিশ্রাম নিত না, কোন ভাল খাবার খেত না। যখন তার মৃত্যু হল, এক বন্ধু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল: আল্লাহ্ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করলেন? সে বললো: “আল্লাহ্ তাআলা আমার হিসাব নিলেন। তারপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। কিন্তু আফসোস! একটা খড়কুটা, যা আমি সেটার মালিকের অনুমতি ছাড়া নিয়ে ছিলাম এবং তা দ্বারা দাঁত খিলাল করেছিলাম। ওই খড়কুটার মালিক থেকে ক্ষমা চাওয়া বাকী ছিলো। আফসোস! শত আফসোস!! সেটার কারণে আমাকে এখনো পর্যন্ত জান্নাত থেকে বিরত রাখা হয়েছে।” (তাম্বীহুল মুগতাররীন, ৫১ পৃষ্ঠা)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন