আবু লাহাব কর্তৃক সুআইবিয়াকে মুক্তিদান এবং আবু লাহাবের মুক্তি লাভ
রাহমাতুললিল আলামীন ছাক্কীয়ে কাওছার, বিশ্বনবী (ﷺ) এর আগমন বার্তা দাসী সুআইবিয়া (رضي الله عنه ) চাচা আবু লাহাবকে পরিবেশন করায় তৎক্ষণাতই অত্যান্ত খুশী হয়ে তাঁকে মুক্তি দান করে। ইমাম কাস্তলানী (رحمة الله عليه ) এর মতে দাসী সুআইবিয়া ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) এর অন্যান্য ধাত্রী “মা”দের অন্যতম একজন। ইমাম কাস্তলানী (رحمة الله عليه ) বলেন: আবু লাহাবের মৃত্যু পরবর্তী স্বপ্ন যোগে তাকে দেখে জিজ্ঞাসা করা হয় তোমার অবস্থা কি? সে বলল-
فى النار الا انه خفف عنى كل ليلة الا ثنين
অর্থাৎ- আমাকে জাহান্নামে রাখা হয়েছে। তবে প্রতি সোমবার রাত্রে আযাব কিছুটা শীতিল করা হয় এবং আমার অঙ্গুলীর অগ্রভাগে কিছু নহরের পানি দান করা হয়, ফলে আমি তা পান করে রিহাই পাই। তাকে বলা হলো এটা কিসের দ্বরুন?
সে বলল-
ان لذا لك با عتاق ثو
অর্থাৎ- তা এ কারনে যে, দাসী সুআইবিয়া যখন আমাকে ভাতিজা মোহাম্মাদ (ﷺ) এর আগমনের শুভ বার্তা শুনিয়েছিল এবং এরদ্বরুন আমি তাকে মুক্তিদান করেছিলাম এ জন্য।
ইমাম ইবনুল কাইয়্যুম জাওযী (رضي الله عنه ) বলেন: কুখ্যাত কাফের আবু লাহাব চিরজাহান্নামী সত্বে ও কেবল রহমতে আলম (ﷺ) এর আগমনের খুশী জাহির করত: সুআইবিয়াকে আযাদ করার দ্বরুন যদি তার প্রতি এতটুকু সহনশীলতার ভাব প্রদর্শন করা হল, তবে যারা মুসলমান, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী উম্মত, নবী পাকের শুভাগমনে খুশী যাহের করত: সাধ্যানুযায়ী রাসূলে পাকের ভালবাসার মানসে কিছু ব্যয় করতে পারে তাদেরই বা অবস্থা কি হতে পারে, তা অনুমেয়। আমার জীবনের কসম খেয়ে বলছি, অবশ্য তাদের প্রতিদান মহান আল্লাহর কাছে ন্যাস্ত আছে যে, তিনি এর বিনিময়ে নিজ দয়ার গুনে স্বীয় বান্দাহকে জান্নাতুন নাঈমে প্রবেশ করাবেন।
হাফেজ নাছিরুদ্দিন দিমাশকীর এ প্রসঙ্গে ইমাম জাওযী (رضي الله عنه ) নিন্মোক্ত কবিতাবৃত্তি উল্লেখ করেন:
إذا كان هذا الكافر جاء ذمه بتبت يداه في الجحيم مخلدا أتى أنه في يوم الاثنين دائماً يخفف عنه للسرور بأحمدا فما الظن بالعبد الذي كان عمره بأحمد مسرورا ومات موحدا.
অর্থাৎ- আবু লাহাবের শানে সুরা লাহাব অবর্তীণ হয়ে তাকে চিরজাহান্নামী ঘোষনা করা হয়েছিল কিন্তু তার ব্যাপারে একটি অত্যাশ্চর্য্য ঘটনা হল যে, প্রতি সোমবার রাত্রে তার থেকে শাস্তি হালকা করা হয়ে থাকে কেবল মাত্র আহমদী নূরের শুভাগমনে খুশী প্রকাশের কারনে। তাহলে ঐ ব্যক্তির প্রতি কি কোন সন্দেহ থাকতে পারে যে ব্যক্তি তার সুদীর্ঘ জীবনে আহমদী নূরের শুভাগমনে খুশী যাহের করত: আল্লাহর একত্ববাদের উপর মৃত্যু বরণ করেছে।
_______________
আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)
মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন