মক্কায় ইহুদী পন্ডিতের সুসংবাদ ও মুসলমান হওয়ার কাহিনী

 

মক্কায় ইহুদী পন্ডিতের সুসংবাদ ও মুসলমান হওয়ার কাহিনী 


ইমাম খতীব বাগদাদী (رضي الله عنه ) মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আমর বিন উসমানের একখানা হাদীস বর্ণনা করেন, তিনি স্বীয় মাতা ফাতেমা বিনতে হুসাইন বিন আলী হতে, তিনি স্বিয় পিতা হতে। তার পিতা বলেন: মক্কায় এক জনৈক পন্ডিত বাস করতো।



রাসূলুল্লাহ (ﷺ) এর জন্ম কালীন রাত্রে সে বলল, আজরাত্র তোমাদের শহরে তৌরাত ইঞ্জিলে বর্ণিত সে নবী আগমন করছেন। যিনি হযরত মুসা ও হারুন (عليه السلام ) দ্বয়ের চেয়েও শ্রেষ্টত্বের অধিকারী তিনি উভয়ের সম্প্রদায়কে হত্যা করবেন। বর্ণনাকারী আলীর পিতা বলেন: মহানবী (ﷺ) যখন ঐ রাত্রে জন্মগ্রহণ করেন, তখন পন্ডিত বেরিয়ে এসে হিজরে প্রবেশ করে অত:পর বলল



اشهد ان لااله الا الله وان موس حق ان محمد حق



অর্থাৎ- আমি নিদির্ধায় সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ভিন্ন দ্বিতীয় কেউ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, মোহাম্মদ (ﷺ) ও মুসা (عليه السلام ) উভয়েই সত্য নবী। বর্ণনাকারী বলেন, এর পর হতে ঐ পন্ডিতকে আর খোজে পাওয়া যায়নি।

_______________

আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)

মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন