৪টি স্থানে ইবলিস বিলাপ করেছিল
ইমাম বাক্বী বিন মাখলাদ (সনদ গ্রন্থকার) স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করেন, ইমাম মুজাহীদ যিনি আকাবিরীন তাবেঈদের অন্তভূর্ক্ত তিনি বলেন:
انه رن اربع رنات حين لعن وحين اهبط وحين اهبط وحين ولد النبى صلى الله عليه وسلم و فى لفظ حين بعث – وحين انزلت فاتحة الكتاب.
অর্থাৎ- চারটি স্থানে ইবলিশ রোধন করেছিল। তন্মধ্যে (১) যখন তাকে লানত দেয়া হয়েছিল। (২) যখন তাকে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয়েছিল। (৩) যখন রাসূলুল্লাহ (ﷺ) এর জন্ম হয়েছিল। অন্য বর্ণনায় এসেছে যখন মোহাম্মদ (ﷺ)কে জমীনে নবী ও রাসূল রূপে প্রেরণ করা হয়েছিল। (৪) যখন সুরা ফাতেহা অবতীর্ণ হয়েছিল।
হযরত আয়েশা সিদ্দিকা رضي الله عنه এর রেওয়ায়েত মতে- যখন রাসূলুল্লাহ (ﷺ) মাতৃগর্ভে ছিলেন অথবা ফেরেস্তাদ্বয়ের মধ্যকার একজন নবুওয়ুতের সীল মোহরাষ্কিত করার সময়ে ধাত্রীমাতার কোলে থাকাবস্থায়। বক্ষ বিদীর্ণ করার প্রাক্ষালে ইবলিস রোদন করেছিল। এ কথার সমর্থন করেন ইবনে সাইয়্যিদু নাস, ইয়াহ ইয়া বিন আবেদ প্রমুখগণ।
আবু নাঈম প্রণীত দালায়েলে আবু নাঈমে, বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ ফরমান:
ختم جبريل فى ظهرى حتى وجدت مس الخاتم فى قلبى
অর্থাৎ- ফেরেস্তা জিব্রাঈল (عليه السلام ) আমার পৃষ্টে মোহরে নবুওয়ত অঙ্কিত করে দেন অথচ ঐ মোহরের চাপ আমার অন্তরে আমি অনুভব করেছি।
ইমাম আহমদ বিন হাম্বল (رضي الله عنه ) বায়হাকীর মতে মোহরাষ্কিত করার ঘটনা আবু যর গিফারী (رضي الله عنه ) বর্ণিত হাদীসে ও পাওয়া যায়।
_______________
আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)
মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন