সিরীয় সন্নাসী ঈসার সুসংবাদ প্রদান

 

সিরীয় সন্নাসী ঈসার সুসংবাদ প্রদান


ইমাম আবু নায়ীম স্বীয় দালায়েলে, শুয়াইব বিন শুয়াইব ইবনে মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস এর সুত্রে, তিনি স্বীয় পিতা হতে, তিনি স্বীয় দাদা হতে বর্ণনা করেন, তিনি বলেন: মাররুয-যাহরানে ঈসা নান্মীয় এক সিরীয় সন্নাসী বসবাস করতো। সে ছিল এক বিজ্ঞ আলেম। অধিকাংশ সময়ে সে গির্জার ভেতরেই অবস্থান করতো। মাঝে মধ্যে মক্কায় আসলে লোকেরা তার সঙ্গে সাক্ষাতের জন্য আসতো। তখন সে বলতো তোমাদের মধ্যে এক শিশু জন্ম গ্রহণ করবে, তার সম্মুখে সমগ্র আরববাসী মাথানত করবে। এমনকি সে সমগ্র অনারবের ও মালিক হবে। এ সময়ই তার আগমনের সময়।


অতএব, যে তার সময় কাল পেয়ে তাঁকে অনুস্মরণ করবে সে অবশ্যই সফল হবে, আর যে বিরোধিতা করবে, সে ধ্বংশ হবে। আল্লাহর কসম আমি রুটি ও শারাবের দেশ এবং শান্তির স্থান ছেড়ে এ অভাব অনটন ও ভয়ভীতির স্থানে তাঁরই অনুসন্ধানে এসেছি। (বিস্তারিত আলোচনা খাছায়েছ গ্রন্থদ্র:)

_______________

আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)

মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন