লাইলাতুল ক্বদরের নামায

 

লাইলাতুল ক্বদরের নামায:


 হাদিস শরিফে আছে, যে ব্যক্তি চার রাক‘আত নামায ক্বদরের রাতে আদায় করবে, এভাবে যে- প্রতি রাক‘আতে ‘সুরা ফাতিহা’র পর ২১ বার ‘সুরা ইখলাস’ পড়বে, আল্লাহ্ তাকে সদ্যজাত শিশুর ন্যয় নিষ্পাপ করে দিবেন এবং বেহেশতের মধ্যে এক সহস্র মনোমুগ্ধকর মহল তৈরী করে দিবেন।


 অন্য বর্ণনায় এসেছে, হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি ক্বদরের রাতে চার রাক‘আত নামায আদায় করবে, এ নিয়মে যে- প্রতি রাক‘আতে ‘সূরা ফাতিহা’র পর ‘সুরা ক্বদর’ ও ‘সুরা ইখলাস’ তিনবার পড়বে এবং নামায শেষে সিজ্দায় গিয়ে নিম্নের দু‘আটি কয়েকবার পাঠ করে আল্লাহ্’র দরবারে যা প্রার্থনা করবে, তিনি তাই কবুল করবেন এবং তাঁর প্রতি অসংখ্য রহমত বর্ষণ করবেন।


 দু‘আটি হল:

سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاللّٰهُ اَكْبَرُ

উচ্চারণ: সুবহ˙া-নাল্লা-হি ওয়াল্ হ˙ামদু লিল্লা-হি ওয়া লা˜ ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।


 অপর একটি বর্ণনায় আছে যে, ক্বদরের রজনীতে প্রতি চার রাক‘আত নামাযের পরে নিম্নের দু‘আটি ১০০ বার পাঠ করলে অসংখ্য ছাওয়াব লাভ হবে।


 দু‘আটি হল:

اَللّٰهُمَّ اَنْتَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُوْا عَنِّىْ يَاغَفُوْرُ يَاغَفُوْرُ

উচ্চারণ: আল্লা-হুম্মাঁ আংতা ‘আফুওভুন্ তুহি˙ব্বুল্ ‘আফওয়া ফা‘ফূ ‘আন্নী ইয়া- গাফূরু, ইয়া- গার্ফূ।


 নিয়ম:

ক্বদরের রাতে নামায আদায়ের নিয়ম হল- ইশার নামাযের পরে তারাভিহ্’র নামায আদায় করতঃ বিতর নামায বাদ রেখে দু’ রাক‘আত করে যত বেশি সম্ভব নফল নামায আদায় করবে। নফল নামায শেষে বিতর নামায আদায করবে। প্রতি চার রাক‘আত পরপর নিম্নোক্ত দু‘আটি ১০০ বার পাঠ করবে এবং মুনাজাত করবে।



 দু‘আটি হল:

اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّىْ

উচ্চারণ: আল্লা-হুম্মাঁ ইন্নাঁকা ‘আফুওভুন্ তুহি˙ব্বুল্ ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী।


অথবা, পূর্বে বর্ণিত নামাযগুলো আদায় করবে।


 লাইলাতুল ক্বদর নামাযের নিয়্যত:

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَىْ صَلَاةِ لَيْلَةِ الْقَدْرِ مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللّٰهُ اَكْبَرُ

উচ্চারণ: নাওয়াইতু আন্ উছাল্লিয়া লিল্লা-হি তা‘আ-লা- রাক‘আতাই ছালা-তি লাইলাতিল্ ক্বাদরি মুতাওয়াজ্জিহান্ ইলা- জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।



অথবা, বাংলায় এভাবে নিয়্যাত করবে যে- “আমি আল্লাহ্’র জন্য দু’ রাক‘আত লাইলাতুল ক্বদরের নামায ক্বিবলামূখী হয়ে আদায় করছি।”

_____________

লাইলাতুল ক্বদর : ফযিলত ও আমল

গ্রন্থনা ও সংকলন: মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন