লাইলাতুল ক্বদরের বিশেষ দু‘আ

 

লাইলাতুল ক্বদরের বিশেষ দু‘আ:


হাদিস শরিফে এসেছে-

عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَىُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا قَالَ قُولِي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي‏‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

-“হযরত আয়েশা সিদ্দিকা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! যদি আমি ‘লাইলাতুল ক্বদর’ জানতে পারি তাহলে সে রাতে কি পড়ব? তিনি বললেন: তুমি বলবে-



اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي



(হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মা‘ফ করতেই পছন্দ করো। অতএব, তুমি আমাকে মা‘ফ করে দাও)।”৫৯


➥৫৯ - ইবনু মাজাহ: ৩৮৫০)।

_____________

লাইলাতুল ক্বদর : ফযিলত ও আমল

গ্রন্থনা ও সংকলন: মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন