গুনাহের ভয়াবহতা থেকে মুক্তি

 

গুনাহের ভয়াবহতা থেকে মুক্তি 

বাবুল মদীনার (করাচী) এক ইসলামী বােন দাওয়াতে ইসলামীর সুবাশিত মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে সিনেমা নাটক দেখা, গান বাজনা শুনার আগ্রহী ছিলাে, তাছাড়া ফ্যাশন এবং বেপর্দার ভয়াবহতায় গ্রেফতার ছিলাে। তার সংশােধনের কারণ কিছুটা এভাবে হলাে যে, একবার দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত একজন ইসলামী বােন তাকে ইনফিরাদী কৌশিশ করে দাওয়াতে ইসলামীর অধীনে প্রতিষ্ঠিত প্রাপ্ত বয়স্কাদের মাদরাসাতুল মদীনায় পড়া উৎসাহ দিলে তার পড়ার জন্য মানসিকতা তৈরি হয়ে গেলাে এবং সেই  ইনফিরাদী কৌশিশের বরকতে কিছুদিনের মধ্যেই প্রাপ্ত বয়স্কাদের মাদরাসাতুল মদীনায় পড়া ব্যবস্থাও হয়ে গেলাে, যতই সময় অতিবাহিত হচ্ছিলাে তার মাখারিজ ধীরে ধীরে সঠিক হচ্ছিলাে, ইসলামী বােনদের মায়া মমতার বরকতে দাওয়াতে ইসলামীর প্রতি ভালবাসা ও ভক্তি তার মনে গেঁথে গেলাে, সুতরাং সে গুনাহ থেকে সত্য অন্তরে তাওবা করলাে এবং সুন্নাতে ভরা জীবন অতিবাহিত করতে দাওয়াতে ইসলামীর সুবাশিত মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে গেলাে। এখন সে  اَلۡحَمۡدُ لِلّٰهِ عَزَّ وَ جَلَّ বয়স্কদের মাদরাসাতুল মদীনা পড়ানাের পাশাপাশি যেলী মুশাওয়ারাতের যিম্মাদার হিসেবে দাওয়াতে ইসলামীর মাদানী কাজে ব্যস্ত হয়ে গেছে। (আনােখি কামাই, ২৪ পৃষ্ঠা) 

صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 


নেক আমলের গুরুত্ব 

প্রিয় ইসলামী বােনেরা! আফসােস! আমরা আখিরাতের চিন্তা করার পরিবর্তে দুনিয়ার রঙ তামাশায় মগ্ন রয়েছি, উন্নত মানে বাড়ি বানানােতে ব্যস্ত (Busy), আমরা আমাদের বাড়ি ঘর খুবই আলিশান ভাবে সাজাই। নিজের জীবনকে অর্থের ছড়াছড়ি, উন্নত ও উচ্চ দামি গাড়ির চমক, সুন্দর ও আলিশান অট্টালিকার আশেপাশে অতিবাহিত করতে চাই, একটু ভাবুন তাে, এই জিনিষগুলাে কতক্ষন আমাদের কাজে আসবে? এসব কি কবরে সাথে নিয়ে যেতে পারবে? আখিরাতে কি এই জিনিষগুলাের বিপরীতে নেকী অর্জিত হবে? কখনােই নয়! এই ব্যাংক ব্যালেন্স, ধন সম্পদ এবং জায়গা সম্পত্তি সবই এই দুনিয়ায় রয়ে যাবে, কবরে কিছুই কাজে আসবে না, সেখানে যদি কাজে আসে তবে তা শুধুমাত্র নেক আমলই কাজে আসবে, মুনকার নকীরের প্রশ্নাবলীতে সফলতা দিবে নেক আমলই, কবর ও হাশরে সান্তনা নেক আমলই প্রদান করবে, কবরের সংকীর্নতাকেও নেক আমলই প্রশস্ততায় পরিবর্তন করে দিবে, কবরের অন্ধকারে নেক আমলই জ্বলমল করবে, কবরের আযাবের মাঝে নেক আমলই প্রতিবন্ধক হবে এবং শুধুমাত্র কবর কেন কবরের পর হাশরের ময়দানের গরম এবং এর পিপাসা থেকে, পুলসিরাতে সফলতার সহিত অতিক্রম, হিসাব নিকাশ এবং জাহান্নামের আযাব থেকেও আমাদেরকে নেক আমলই মুক্তি প্রদান করবে, তাই নেক আমলের চিন্তা করুন। 

_______________

কিতাব : দুনিয়া আমাদেরকে কি দিয়েছে

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)



Post a Comment

নবীনতর পূর্বতন