যে কোন সমস্যা সমাধানের দরূদ

 

যে কোন সমস্যা সমাধানের দরূদ 



قَلَّتْ حِيْلَتِى اَنْتَ وَسِيْلَةِ اَدْرِكْنِيْ تَارَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


▪ বাংলা উচ্চারণ : কাল্লাত হিলাতি আনতা ওয়াছি লাতি আদারিকনী ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহ আ'লাইহি ওয়া সাল্লামা।


▪ ফযীলত : যে কোন সমস্যা সমাধানের জন্য উঠা-বসায় এবং চলা ফেরায় অযু অথবা অযুছাড়া পড়লে বৃথা যাবে না।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন