রাতের কিছু সময় ইলম চর্চা সারা রাত জেগে ইবাদতের চেয়ে উত্তম



❏ ইমাম দারেমী (رحمة الله) (ওফাত. ২৫৫ হি.) সনদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) এর সূত্রে বর্ণিত যে,


أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ جُرَيْجٍ، يَذْكُرُ عَمَّنْ حَدَّثَهُ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: تَدَارُسُ الْعِلْمِ سَاعَةً مِنَ اللَّيْلِ، خَيْرٌ مِنْ إِحْيَائِهَا


-‘‘রাত্রির এক ঘন্টা সময় পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা করা সমস্ত রাত্রি জাগ্রত থেকে ইবাদত করার চেয়েও ভাল।’’ ৩২

➥{ইমাম দারেমী : আস-সুনান : আল-মুকাদ্দামা : ১/৩২২.পৃ. হা/২৭১ও ১/৪৮৪পৃ.হাদিস,  ৬৩৮, ইবনুল ইরাক : তানযিহুশ-শরিয়াহ : ১/২০ পৃ. মোল্লা আলী ক্বারী : মিরকাত : কিতাবুল ইলম : ১/৪৬৯ পৃ. হা/২৫৬, খতিব তিবরিযী : মিশকাত : কিতাবুল ইলম : ১/৬৮ পৃ. হা/২৫৬, দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, হাজ্জাজ মারওয়াজি, কিয়ামুল লাইল ওয়া কিয়ামু রামাদ্বান ওয়া কিতাবুল বিতির, ১/১১৭পৃ.বগভী, শরহে সুন্নাহ, ১/২৭৯ পৃ. ইবনে হাজার আসকালানী, ইত্তিহাফুল মুহরাহ, ৮/১৮২ পৃ. আলবানী, দ্বঈফু মিশকাতুল মাসাবীহ, হা/২৫৬}



পর্যালোচনা:


❏ “হাদীসের নামে জালিয়াতি” গ্রন্থের ৪৫০ পৃষ্ঠায় এ সনদ সম্পর্কে তিনি লিখেন-‘‘সুনান দারিমীতে অত্যন্ত দুর্বল সনদে ইবনু আব্বাসের (رضي الله عنه) বাণী হিসেবে কথাটি সংকলিত।’’


অথচ এ সনদটি সহীহ, তার একক সিদ্ধান্ত কোন মুহাদ্দিসদের অভিমত ছাড়াই বোকা আর জাহেল ছাড়া কেউ অনুসরণ করবে না।


❏ এই হাদিসের সকল রাবীগণ বুখারী-মুসলিমের রাবী শুধু هَارُونُ بْنُ مُعَاوِيَةَ ‘হারুন ইবনে মুয়াবিয়া’ ব্যতীত। ইমাম আবু হাতিম (رحمة الله) তাকে صدوق সত্যবাদী বলেছেন।


(ইমাম মিযযী: তাহজিবুল কামাল, রাবী নং ৫৬৫২)


❏ ইমাম যাহাবী (رحمة الله) তাকে صدوق সত্যবাদী বলেছেন।


(ইমাম যাহাবী: আল কাশেফ, রাবী নং ৫৯১৮)


❏ হাফিজ ইবনে হাজার আসকালানী (رحمة الله) তাকে صدوق সত্যবাদী বলেছেন।


(ইমাম ইবনে হাজার আসকালানী: তাকরীবুত তাহজিব, রাবী নং ৭২৪১)


অতএব, এই হাদিস সহীহ্ বা বিশুদ্ধ।



━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন