৮টি মাদানী কাজের মধ্যে একটি হলাে “প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা"
প্রিয় ইসলামী বােনেরা! দুনিয়ার ভালবাসা থেকে পিছু ছাড়াতে, আখিরাতে চিন্তার প্রেরণা বৃদ্ধি করতে এবং নেকীর প্রতি স্থায়ীত্ব পেতে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন এবং ৮টি মাদানী কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করুন। যেলী হালকার ৮টি মাদানী কাজের মধ্যে প্রতিদিন একটি মাদানী কাজ হচ্ছে “প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা"য় পড়ানাে বা পড়া। প্রত্যেক যেলী হালকায় কমপক্ষে একটি প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনার ব্যবস্থা করুন, মাদরাসাতুল মদীনায় পাঠরতদের লক্ষ্য কমপক্ষে ১২জন ইসলামী বােন, (সময়সীমা সর্বোচ্চ ১ ঘন্টা ১২ মিনিট) সকাল ৮টা থেকে আসরের আযান পর্যন্ত যখনই সময় হয় (পর্দা সহকারে) ব্যবস্থা করা যায়, সঠিক কোরআনে পাক পড়া শিখানাের পাশাপাশি গােসল, ওযু, নামায, সুন্নাত, দোয়া তাছাড়াও মহিলাদের শরীয়তের মাসআলা ইত্যাদি মুখস্ত বরং মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত কিতাব “ইসলামী বােনদের নামায” থেকে দেখে দেখে শেখান, প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনার “মাদানী ফুল” অনুযায়ী পরিচালনা করুন। اَلۡحَمۡدُ لِلّٰهِ عَزَّ وَ جَلَّ প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনায় উপস্থিতির বরকতে উত্তম সহচর্য অর্জিত হয়। প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা এর বরকতে কোরআনে করীম পড়ার ও মুনার সৌভাগ্য অর্জিত হয়। প্রাপ্ত বয়স্কাদের মাদরাসাতুল মদীনা এর বরকতে মাদানী ইনআমাতের উপর আমল করার প্রেরণা নসীব হয়। প্রাপ্ত বয়স্কাদের মাদরাসাতুল মদীনা ইলমে দ্বীন শিখা ও শিখানােরও খুবই প্রভাবময় মাধ্যম এবং দ্বীনের বিষয় শিখার ফযীলত সম্পর্কে কি বর্ণিত আছে যে, আল্লাহ তায়ালা হযরত সায়্যিদুনা মূসা কলিমুল্লাহ عَلَیۡهِ الصَّلٰوةُ وَالسَّلَام এর প্রতি ওহী প্রেরণ করলেন: কল্যাণের বিষয় নিজেও শিখাে এবং অপরকেও শিখাও, আমি কল্যাণ শিক্ষা গ্রহনকারী এবং শিক্ষা প্রদানকারীর কবরকে আলােকিত করে থাকি, যেনাে তাদের কোন ধরনের ভয়ভীতি না হয়। (হিলইয়াতুল আউলিয়া, ৫/৬, হাদীস নং-৭৬২২)
আসুন! উৎসাহ গ্ৰহনার্থে একটি মাদানী বাহার শ্রবণ করি।
_______________
কিতাব : দুনিয়া আমাদেরকে কি দিয়েছে
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন