দুনিয়াকে দুনিয়া বলা হয় কেন?
শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রবী যিয়ায়ী دَامَتۡ بَرَكَاتُهُمُ الۡعَالِيَه তাঁর রচনা “নেকীর দাওয়াত” এর ২১২ পৃষ্ঠায় উদ্ধৃত করেন: ‘দুনিয়া' শব্দের আভিধানিক অর্থ 'নিকটবর্তী' এবং দুনিয়াকে এ কারণেই দুনিয়া বলা হয় যে,এটি আখিরাতের তুলনায় মানুষের অতিশয় নিকটবর্তী কিংবা এ কারণে বলা হয়ে থাকে যে, নিজের স্বাদ ও কু-প্রবৃত্তির চাহিদা পূরণের কারণে হৃদয়ের অধিকতর নিকটবর্তী। (হাদীকতুন নদিয়া, ১/১৭)
দুনিয়া কী?
হযরত সায়্যিদুনা আল্লামা বদরুদ্দীন আইনী رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ‘উমদাতুল ক্বারী’র ১ম খন্ডের ৫২ পৃষ্ঠায় লিখেন: আখিরাতের পূর্বে সমস্ত সৃষ্টিই দুনিয়া। (উমদাতুল কারী, ১ম খন্ড, ৫২ পৃষ্ঠা)
সুতরাং এ দৃষ্টিকোণ থেকে স্বর্ণ, রৌপ্য এবং এগুলাে দিয়ে ক্রয় করা যায় এমন সব প্রয়ােজনীয় ও অপ্রয়ােজনীয় দ্রব্যাদি বলতেই দুনিয়া বুঝায়। (হাদিকাতুন নদিয়া, ১/১৭)।
_______________
কিতাব : দুনিয়া আমাদেরকে কি দিয়েছে
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন