দুনিয়ার বাস্তবতা
দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত “মালফুযাতে আলা হযরত” কিতাবে আমার আক্বা আলা হযরত رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ দুনিয়ার নিন্দাবাদ সম্পর্কে লিখেছেন: হাদীস শরীফে রয়েছে: “দুনিয়ার মূল্য যদি আল্লাহ তায়ালার নিকট একটি মশার ডানার সমতুল্যও হতাে, তবে এর থেকে পানির একটি বিন্দুও কাফিরদেরকে দান করতেন না।” (তিরমিযী, ৪/১৪৪, হাদীস নং-২৩২৭)
(দুনিয়াটা) নিকৃষ্ট, তাই এটি নিকৃষ্টদেরকে দান করা হয়েছে, আল্লাহ তায়ালা যখন থেকে এই দুনিয়াকে সৃষ্টি করেন, তখন থেকে কখনও এটির দিকে তাকাননি। দুনিয়াটা আসমান ও জমিনের মাঝখানে শূণ্যেই (ঝুলন্ত অবস্থায় রয়েছে, আর কান্নাকাটি করে করে বলছে: হে আমার রব! তুমি আমার উপর কেন অসন্তুষ্ট? (অতঃপর আ’লা হযরত বললেন) স্বর্ণ ও রৌপ্য হচ্ছে আল্লাহ তায়ালার শত্রু। যেসব লােক দুনিয়ায় স্বর্ণ রৌপ্যের প্রতি ভালবাসা রাখে, তাদেরকে কিয়ামতের দিন এভাবে আহ্বান করা হবে, কোথায় সেসব লােকেরা, যারা আল্লাহর শত্রুকে ভালবাসে! আল্লাহ তায়ালা দুনিয়াকে আপন প্রিয় বান্দাদের থেকে এতই দূরে রাখেন যে, কোন মা যেমন তার অসুস্থ সন্তানকে ক্ষতিকর বস্তু হতে দূরে সরিয়ে রাখেন। (নেকীর দাওয়াত, ২১৭ পৃষ্ঠা)।
হুব্বে দুনিয়া মে দিল ফাঁস গিয়া হে
নফসে বদকার হাফি হুয়া হে
হায় শয়তাঁ ভি পীচে পড়া হে
ইয়া খােদা তুঝ সে মেরী দোয়া হে
(ওয়াসায়িলে বখশীশ, ১৩৪ পৃষ্ঠা)
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব : দুনিয়া আমাদেরকে কি দিয়েছে
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন