হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর নবী প্রেম
হযরত সায়্যিদুনা আলী মুরতাজা كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ থেকে কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে, আপনি রসূলে পাক صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم কে কতটুকু ভালবাসেন? তিনি উত্তরে বললেন, আল্লাহর শপথ! হুজুর পুরনুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم আমার নিকট আমার মাল, পরিবার পরিজন, মা-বাবা এবং কঠিন পিপাসার সময় ঠান্ডা পানির চেয়েও অধিক বেশি ভালবাসি। (আশ শিফা, খন্ড : ০২, পৃ: ২২)।
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন