আহলে বাইত’ কে ভালবাসার ফযীলত

 

আহলে বাইত’ কে ভালবাসার ফযীলত


প্রিয় নবী হুযুর পুরনুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم একদিন ইমাম হাছান ও ইমাম হুসাঈন رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর হাত ধরে ইরশাদ করলেন, “যে ব্যক্তি আমাকে ভালবাসে আর সাথে সাথে এদেরকে এবং এদের পিতামাতাকেও ভালবাসে, সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে।” (মসনদে আহমদ ইবনে হাম্বল, খন্ড-১ম, পৃ-১৬৮, হাদীস-৫৭৬)।


মুস্তফা ইজ্জত বড়ানে কে লিয়ে তাজিম দে,

হে বুলন্দ ইকবাল তেরা দুদ মানে আহলে বাইত (যওকে নাত) 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 


প্রিয় ইসলামী ভাইয়েরা! যার আহলে বাইতের ভালবাসা মিলে যাবে তাঁর উভয় জগতের সম্মানও মিলে যাবে। আখিরাতে রসূলে আকরাম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর সংস্পর্শ মিলবে এবং আহলে বায়তের সদকায় ঐ ব্যক্তির ক্ষমা হয়ে যাবে اِنۡ شَاءَ اللّٰه عَزّ وَجَلَّ



উন দু কা সদকা জিন কে কাহা মেরে ফুল হে, কিজিয়ে রযা কো হাশর মে খান্দা মিছালে গুল। (হাদায়েকে বখশিশ শরীফ)। 


আলা হযরতের উক্তির ব্যাখ্যা : ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم আপনি ইরশাদ করেছেন, “হাছান ও হুসাঈন رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا উভয়ে আমার ফুল।”

 (তিরমিযী, হাদীস নং-৩৭৯৫) 


এই উভয় জান্নাতী ফুলের সদকায় আহমদ রযাকে কিয়ামত দিবসে ফুলের ন্যায় হাসি খুশিতে রাখুন। 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন