প্রিয় নবী ﷺ এর থুথু মােবারক ও দোয়ার বরকত সমূহ
হযরত সায়্যিদুনা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ ইরশাদ করেন, হুজুর পূরনুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর থুথু মােবারক লাগার পর আমার দু'চোখে কখনাে ব্যথা হয়নি । (মুসনাদে আহমদ বিন হাম্বল, খন্ড-১, পৃষ্ঠা-১৬৯, হাদীস নং-৫৭৯)।
হযরত মওলা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ গরমের মৌসুমে গরম কাপড় এবং শীতকালে ঠান্ডা কাপড় পরিধান করতেন। কেউ কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, যখন প্রিয় নবী صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم আমার চোখে নিজের থুথু মােবারক লাগালেন তখন এই দুআ ও করলেন اَللّٰهُمَّ اَذۡهِبۡ عَنۡهُ الۡحَرَّ وَ الۡبَرۡدَ অর্থাৎ : “ইয়া আল্লাহ! আপনি আলী থেকে গরম এবং ঠান্ডা উভয়টি দূর করে দিন।” ঐ দিন থেকে আমার না গরম অনুভব হত না ঠান্ডা । (ইবনে মাজাহ, ১ম খন্ড, পৃ: ৮৩, হাদীস : ১১৭)।
ইজাবত কা সাহরা ইনায়াত কা জোড়া
দুলহান বনকে নিকলি দুআয়ে মুহাম্মদ।
(হাদায়িকে বখশিশ শরীফ)
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন