হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর মত কোন বাহাদুর নেই
আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা শেরে খােদা মওলা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর একটি গুণ হচ্ছে বীরত্ব ও বাহাদুরী, এক রেওয়াতে আছে : যখন হযরত সায়্যিদুনা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এক যুদ্ধে নিকৃষ্ট কাফিরদেরকে গাজরের মত কাটছিলেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসল لَا سَیۡفَ اِلَّا ذُوا لۡفِقَارِ وَلَا فَتٰي اِلَّا عَلِیُّ অর্থাৎ : হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর মত কোন বাহাদুর নেই এবং যুলফিকারের মত কোন তলােয়ার নেই । (জুজউল হাসনে বিন আরাফাতুল আবাদী, পৃষ্ঠা-৬২, হাদীস-৩৮, সংকলিত)।
হ্যায় আলী মুশকিল কুশা ছায়া কুনা ছর পর মেরে লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইলা যুলফিকার । (ওয়াসায়েলে বখশিশ, পৃষ্ঠা-৪০০)।
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন