খায়বার যুদ্ধের বিজয়ী নিশান
হযরত সায়্যিদুনা সাহল বিন সাদ رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন : নবী করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم খায়বারের যুদ্ধের দিন ইরশাদ করলেন : “কাল এ পতাকা আমি এমন ব্যক্তিকে দিব, যার হাতে আল্লাহ তায়ালা বিজয় দান করবেন। তিনি আল্লাহ তায়ালা এবং তাঁর রাসূল صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم কে ভালবাসেন, আর আল্লাহ তায়ালা এবং রাসূল صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ও তাঁকে ভালবাসেন। পরের দিন সকালে প্রত্যেকই ঐ পতাকা পাওয়ার আশা করে ছিল । প্রিয় নবী صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করলেন : আলী ইবনে আবু তালিব কোথায়? সাহাবায়ে কিরাম আরয করল : হে আল্লাহর রাসূল صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم তাঁর চোখের ব্যথা। তখন আল্লাহর রাসূল ; صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করলেন : তাঁকে ডাক।
মওলা আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কে ডেকে আনা হল, তখন আল্লাহর মাহবুব নবী করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم মওলা আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ চোখের উপর নিজের থুথু মােবারক লাগালেন এবং দুআ করলেন, চোখ এমনভাবে ভাল হয়ে গেল, যেন তাতে কোন ব্যথাই ছিল না, এবং তাঁকে পতাকা দিলেন । আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ আরয করলেন : হে আল্লাহর রাসূল صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ! আমি কি ঐ লােকদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মত মুসলমান না হয়ে যায়। আল্লাহর রাসূল صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করলেন : “নম্রতা অবলম্বন কর এমনকি তাদের যুদ্ধের মাঠে প্রবেশ কর, তাদেরকে ইসলামের দাওয়াত দাও এবং তাদের উপর আল্লাহ তায়ালার যেসব হক সমূহ রয়েছে, তা তাদেরকে অভিহিত কর ।
আল্লাহর কসম! যদি আল্লাহ তায়ালা তােমার মাধ্যমে কোন এক ব্যক্তিকে ও হেদায়াত দান করেন, তবে তা তােমার জন্য তােমার কাছে লাল উট থাকা থেকেও উত্তম।” (বুখারী, খন্ড-২, পৃ-৩১২, হাদীস-৩০০৯, মুসলিম, পৃ-১৩১১, হাদীস-২৪০৬)।
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন