হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর শক্তির ঝলক
খায়বার যুদ্ধে এক ইহুদী হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর উপর আক্রমণ করল। এরই মধ্যে তিনি كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর ঢাল পড়ে গেল। তখন তিনি كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ সামনে এগিয়ে গিয়ে দূর্গের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। দূর্গের ফটক দরজা উপড়ে ফেললেন। আর দরজা কে ঢাল বানিয়ে নিলেন। ঐ দরজা তিনি كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর হাতে ছিল আর তিনি كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ যুদ্ধ করতে থাকেন। আল্লাহ তাআলা হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর হাতে খায়বার যুদ্ধে বিজয় } দান করলেন।
ঐ দরজা এত ভারি ছিল যে, যুদ্ধের পরে ৪০ জন মানুষ একত্রিত হয়ে উঠাতে চাইল কিন্তু তারা উঠাতে পারল না। (দালায়েলুন নবুওয়াত লিল বাইহাকী, খন্ড-৪, পৃষ্ঠা-২১২)।
আলা হযরত رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেন :
শেরে শামশীর ঝন শাহে খায়বর শিকান
পর তেওয়ে দসতে কুদরত পে লাখাে সালাম। (হাদায়েকে বকশিশ শরীফ)
অন্য কেউ খুব সুন্দর বলেছেন :
আলী হায়দার! তেরি শওকত তেরি
সওলত কা কিয়া কেহনা
কেহ খুতবা পড় রাহা হে আজ
তক খায়বর কা হার ঝররা।
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন