প্রিয় নবীর ﷺ দান সমূহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা হযরত সায়্যিদুনা মওলা আলী মুশকিল কোশা كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর যত মর্যাদা ও গুণাবলী লক্ষ্য করলেন, তা সব প্রিয় নবী হযরত রাসুলে আরবী صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর উছিলার মাধ্যমে প্রাপ্ত । হুযুর পুরনুর, নবী করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর বিশেষ দয়া ও দানের বদৌলতে আল্লাহ তায়ালা হযরত সায়্যিদুনা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ কে এই মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা এবং রাসূল صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم তাঁকে নিজের প্রিয় বান্দা হিসেবে অভিহিত করে এমন উচ্চ মর্যাদা দান করেছেন যে, আর কেউ এই সম্মানের অধিকারী হতে পারবে না । (বাহারে শরীয়াত, প্রথম খন্ড, ২৫৩ পৃষ্ঠা)।
“কোন ওলী, গাউছ, কুতুব, আবদাল যত বড় মর্যাদার অধিকারী হােক না কেন, কোন সাহাবার মর্যাদার সমান পৌঁছতে পারবে না।”
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন