হযরত আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর যিয়ারত করা ইবাদত

 

হযরত আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ  এর যিয়ারত করা ইবাদত 


দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত ১৯২ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সাওয়ানেহে কারবালা” এর ৭৪ পৃষ্ঠায় হযরত আল্লামা মুহাম্মদ নঈমউদ্দীন  মুরাদাবাদী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  হাদীস শরীফ নকল করেন: “হযরত ইবনে মাসউদ رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ  থেকে বর্ণিত, প্রিয় নবী হুযুর পুরনুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করেছেন : “আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ  কে দেখা ইবাদত।” 

(মুসতাদরাক, খন্ড-৪, পৃ-১১৮, হাদীস-৪৭৩৭)।

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন