হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করুন

 

হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করুন

 

প্রশ্ন (৬): কোন ব্যক্তি যদি বনে-জঙ্গলে কোন মুসিবতের শিকার হয়, তখন সে বাঁচার জন্য কী করতে পারে? 

উত্তর : আল্লাহ তায়ালা মহান পাক দরবারে অঝাের নয়নে কেঁদে কেঁদে দোয়া করবে। কারণ, প্রকৃত তিনিই হাজত পূর্ণ করেন এবং সমস্যা সমাধান করে দেন। তাছাড়া বিশুদ্ধ মনে সরওয়ারে কায়েনাত, নবী করীম  صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর সত্য শিক্ষাগুলাের উপর আমল করবে। এমন সময়ের জন্য কী শিক্ষা রয়েছে তাও দেখুন। 

যথা; নবীয়ে পাক, সাহেবে লাওলাক, সিয়াহে আফলাক, নবী করীম صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করেন: তােমাদের কারাে কোন জিনিস যদি হারিয়ে যায়, অথবা কেউ যদি পথ হারিয়ে ফেলে, সাহায্যের দরকার পড়ে, কিংবা সে এমন জায়গায় অবস্থান করে যেখানে কোন সাহায্যকারী (বন্ধু-বান্ধব) নেই, তা হলে তার উচিত হবে এভাবে আহ্বান করা: یَا عِبَادَ اللّٰهِ   اَغِیۡثُوۡنِیۡ  یَا عِبَادَ اللّٰهِ   اَغِیۡثُوۡنِیۡ  অথার্ৎ  হে  আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করুন। হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করুন। কেননা, আল্লাহর এমন কিছু বান্দা সর্বত্র রয়েছেন যাদের সে দেখতে পায় না। (আল মুজামুল কবীর। ১৭তম খন্ড। পৃষ্ঠা: ১১৭। হাদিস: ২৯০) 


হযরত সায়্যিদুনা মােল্লা আলী ক্বারী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বর্ণিত উক্ত হাদিসটির টীকায় লিখেছেন: কিছু কিছু নির্ভরশীল ওলামায়ে কেরাম বলেছেন, এই হাদিসটি হাসান। মুসাফিরদের এর প্রয়ােজন হয়ে থাকে। আর মাশায়িখে কেরামগণ বলেছেন, এটি একটি পরীক্ষিত আমল। (মিরকাতুল মাফাতীহ, ৫ম খন্ড, পৃষ্ঠা: ২৯৫)।

 


বনে জন্তু পালিয়ে গেলে ...



 সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ, ছাহেবে কুরআনে মুবিন, মাহবুরে রাব্বিল আলামিন, নবী করীম صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করেন: তােমাদের কারাে বাহন (জন্তু) যদি কোন বিরাণ ভূমিতে বা বনে জঙ্গলে পালিয়ে যায়, তা হলে এভাবে ডাক দেবে: 


يَا عِبَادَ اللّٰهِ اِحۡبِسُوۡا يَا عِبَادَ اللّٰهِ اِحۡبِسُوۡا


অর্থাৎ : “হে আল্লাহর বান্দারা, থামিয়ে দিন। হে আল্লাহর বান্দারা! থামিয়ে দিন। 


আল্লাহ তায়ালার কিছু বান্দা রয়েছেন থামানাের জন্য। তাঁরা জন্তুটিকে থামিয়ে দেবেন।(মুসনাদে আবি ইয়ালা । ৪র্থ খন্ড, পৃষ্ঠা: ৪৩৮। হাদিস: ৫২৪৭) 



শ্রদ্ধেয় ওস্তাদের বাহনটি যখন পালিয়ে গেল! 


মুসলিম শরীফের ব্যাখ্যাকারী হযরত সায়্যিদুনা ইমাম নাওয়াবী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেন: “আমার একজন শ্রদ্ধেয় ওস্তাদ যিনি ছিলেন বড় মাপের আলেমে দীন। এক সময় মরুভূমিতে তাঁর বাহন (জন্তু)টি পালিয়ে গিয়েছিল। হাদিস শরীফটির জ্ঞান তাঁর নিকট ছিল তিনি হাদিস শরীফের শব্দ সমূহ উচ্চারণ করলেন (অর্থাৎ দুই বার يَا عِبَادَ اللّٰهِ اِحۡبِسُوۡا বললেন) সাথে সাথে আল্লাহ তা'আলা তৎক্ষণাৎ তাঁর বাহনটি থামিয়ে দিলেন। (আল আজকার । পৃষ্ঠা: ১৮১)। 



আপ জেয়সা পীর হােতে কিয়া গরজ দর দর পেহরোঁ


 আপ ছে সব কুছ মিলা এয়া গাউছে আযম দস্তগীর। 




'আল্লাহর বান্দারা’ বলতে কাদের বুঝানাে হচ্ছে? 



প্রশ্ন (৭): বনে-জঙ্গলে আল্লাহর বান্দাদের নিকট সাহায্য প্রার্থনা করার যে শিক্ষা দেওয়া হয়েছে সেখানে আল্লাহ তায়ালার বান্দা বলতে কাদের বুঝানাে হয়েছে? 


উত্তর : হযরত সায়্যিদুনা আল্লামা আলী ক্বারী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ 'হিছনে হাছীন’ কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আল হিরযুছ ছমীন কিতাবের ২৫৪ পৃষ্ঠায় লিখেছেন: (এখানে) বান্দা দ্বারা হয় ফেরেশতা নতুবা জ্বিন বা অদৃশ্য মানব অর্থাৎ আবদালদেরকে উদ্দেশ্য করা হয়েছে। 


বে ইয়ার ও মদদগার জিনেঁ কুঈ না পুছে এয়সোঁ কা তুঝে ইয়ার ও মদদগার বানায়া।


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন