হযরত আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর মুহাব্বতের চাহিদা

 

হযরত আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ  এর মুহাব্বতের চাহিদা


আমীরুল মুমিনীন হযরত শেরে খােদা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ  ইরশাদ করেন: নবী করীম, রউফুর রহিম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এরপরে সবচেয়ে উত্তম হযরত আবু বকর ও ওমর ফারুকে আযম رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا। অতঃপর বলেন: لَا یَجۡتَمِعُ حُبِّیۡ وَبُغۡضُغ اَبُوۡ بَكۡرٍ وَعُمَرَ فِیۡ قَلۡبِ مُؤۡمِنٍ অর্থাৎ “আমার ভালবাসা এবং হযরত আবু বকর ও ওমর ফারুকে আজম رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর প্রতি বিদ্বেষ কোন মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না।” (আল মুজামুল আওসাত লিত্ তাবারানী, খন্ড-৩, পৃ-৭৯, হাদীস-৩৯২০)।

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন