হযরত আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর মুহাব্বতের চাহিদা
আমীরুল মুমিনীন হযরত শেরে খােদা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ ইরশাদ করেন: নবী করীম, রউফুর রহিম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এরপরে সবচেয়ে উত্তম হযরত আবু বকর ও ওমর ফারুকে আযম رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا। অতঃপর বলেন: لَا یَجۡتَمِعُ حُبِّیۡ وَبُغۡضُغ اَبُوۡ بَكۡرٍ وَعُمَرَ فِیۡ قَلۡبِ مُؤۡمِنٍ অর্থাৎ “আমার ভালবাসা এবং হযরত আবু বকর ও ওমর ফারুকে আজম رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এর প্রতি বিদ্বেষ কোন মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না।” (আল মুজামুল আওসাত লিত্ তাবারানী, খন্ড-৩, পৃ-৭৯, হাদীস-৩৯২০)।
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন