কখনাে পিপাসা না লাগার অসাধারণ রহস্য

 

কখনাে পিপাসা না লাগার অসাধারণ রহস্য 


যেসব লােক “দমাদম মাস্ত কালন্দর আলী দা পেহলা । নম্বর" হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ  কে উত্তম মানার দৃষ্টিভঙ্গি রাখে, তারা মারাত্মক ভুলে রয়েছে, তাদেরকে বােঝানাের জন্য একটি ঈমান তাজাকারী ঘটনা পেশ করা হল; পড়ুন এবং আলাহ তায়ালা তাওফিক দিলে তবে সত্যকে গ্রহণ করুন। হযরত সায়্যিদুনা শায়খ আবু মুহাম্মদ আবদুলাহ মুহতাদি  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  বলেন  :اَلۡحَمۡدُ لِلّٰهِ আমি হজ্ব করার সৌভাগ্য  অর্জন করি। হেরেম শরীফে এক ব্যক্তির ব্যাপারে শুনলাম যে, তিনি পানি পান করেন না। আমার বড় অবাক হলাম। আমি তাঁর সাথে সাক্ষাত করে তার কারণ জিজ্ঞাসা করলাম তখন বলতে লাগলেন, আমি হিল্লা এর অধিবাসী। এক রাতে আমি স্বপ্নে কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখি এবং নিজেকে পিপাসার্ত পেলাম আর কোনভাবে নবী করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর হাউজে কাউছার মােবারকে পৌঁছলাম । ঐখানে হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুকে আযম, হযরত ওসমান গণী এবং হযরত মওলা আলী শেরে খােদা عَلَيۡهِمُ الرِّضۡوَان দেরকে দেখতে পেলাম। তাঁরা মানুষদেরকে পানি পান করাচ্ছিলেন। আমি হযরত মওলা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ  এর খেদমতে হাজির হলাম কেননা আমার তাঁর উপর বড় গর্ব ছিল। আমি তাঁকে 

অনেক ভালবাসতাম এবং তাঁকে তিন খলিফাদের উত্তম জানতাম । 

কিন্তু এটা কি! তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ  আমার থেকে চেহারা মুবারক  ফিরিয়ে নিলেন। যেহেতু পিপাসা অনেক বেশী লেগেছিল, তাই আমি বারে বারে ঐ তিন খলিফাদের নিকট গেলাম। প্রত্যেকে আমার থেকে চেহারা মুবারক ফিরিয়ে নিলেন। ইতিমধ্যে আমার দৃষ্টি মদীনার তাজেদার, রাসূলদের সরদার, রাসূলে করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর প্রতি পড়ল, প্রিয় নবী صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর নূরানী দরবারে হাজির হয়ে আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم মওলা আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ  আমাকে পানি দিচ্ছে না বরং নিজের মুখ ফিরিয়ে নিয়েছেন। নবী করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করলেন: “আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ  কিভাবে তােমাকে পানি পান করাবেন! তুমি তাে আমার সাহাবাদের প্রতি বিদ্বেষ পােষণ কর! এটা শুনে আমার আকীদা ভুল হওয়া নিশ্চিত হয়ে গেল এবং আমি খুবই লজ্জিত হয়ে প্রিয় নবী صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর পবিত্র হাতে তাওবা করি । নবী করীম, রউফুর রহীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم আমাকে এক পেয়ালা পানি দান করলেন, যা আমি পান করি। এরপর আমার চোখ খুলে গেল ।  اَلۡحَمۡدُ لِلّٰهِ عَزَّ وَ جَلَّ যখন থেকে প্রিয় নবী, রাসূলে করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর পবিত্র হাত থেকে পেয়ালা পানি পান করি। তখন থেকে আমার একদম পিপাসা লাগে না। এই স্বপ্নের পরে আমি আমার পরিবারকে তাওবা করার উপদেশ দিই। তাদের থেকে যারা তাওবা করে মসলকে আহলে সুনাত ওয়াল জামায়াত কবুল করেন আমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখি, বাকীদের থেকে সম্পর্ক ছিন্ন করি । (মিসবাহুল্ জালাম থেকে সংক্ষেপিত, পৃ-৭৪)।


জব দামানে হযরত মে হাম হােগেয়ী ওয়াবস্তা দুনিয়া কি ছবহি রিশতে বেকার নজর আয়ে। 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বর্ণনা থেকে জানা যায় যে, সত্যিকার মুসলমানের পরিচয় এটা যে, তিনি সমস্ত সাহাবায়ে কিরাম عَلَيۡهِمُ الرِّضۡوَان এর মান মর্যাদাকে অন্তর থেকে স্বীকারকারী হবে। যদি কোন ব্যক্তি কিছু সাহাবায়ে কেরাম عَلَيۡهِمُ الرِّضۡوَان এর প্রতি ভালবাসা এবং কিছুর প্রতি বিদ্বেষ পােষণ করে, তবে সে মারাত্মক ভূলে রয়েছে। আল্লাহ তায়ালা আমাদেরকে সমস্ত সাহাবায়ে কেরামগণ এবং পবিত্র আহলে বাইত عَلَيۡهِمُ الرِّضۡوَان এর সত্যিকার ভালবাসা ও বিশ্বাস দান করুন। এটার উপর স্থায়ীত্ব দান করুন। আর এটাকে ভালবাসা আকারে সবুজ গুম্ভদে প্রিয় মাহবুবের জলওযাতে শাহাদাত, জান্নাতুল বাকীতে দাফনের জায়গা এবং জান্নাতুল ফিরদৌসে নিজের প্রিয় হাবীব صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ও চার খলিফার প্রতিবেশীত্ব দান করুন। 

আমীন বিজাহিন নাবিয়্যিল আমিন صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم


 সাহাবা কা গদা হু ওর আহলে বাইত কা খাদেম,

 ইয়ে সব হে আপ হি কি তাে ইনায়ত ইয়া রাসূলাল্লাহ। 

মে হু সুন্নি রহাে সুন্নি মরাে সুন্নি মদীনে মে, বকীয়ে পাক মে বন জায়ে তুরবত ইয়া রাসূলাল্লাহ। 

(ওয়াসায়েলে বখশিশ, পৃ-১৮৪, ১৮৫)।

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন