মৃতের সাহায্য শক্তিশালী হয়ে থাকে

 

মৃতের সাহায্য শক্তিশালী হয়ে থাকে


উপরােক্ত দলিলাদি থেকে এ বিষয়টি যখন সাব্যস্ত হয়ে গেল যে, নবী ও ওলীগণ নিজ নিজ কবরগুলােতে জীবিত রয়েছেন, তা হলে যে দলিলের মাধ্যমে তাদের নিকট থেকে তাঁদের প্রকাশ্য জীবনে সাহায্য চাওয়া জায়েয, সরাসরি সেসব দলিলের উপর ভরসা করে 

দুনিয়া থেকে পর্দা করে ফেলার পরে ও জায়েয ও সঠিক হবে। 

যেমন; হযরত আল্লামা শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভী হানাফী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ লিখেছেন, হযরত সায়্যিদুনা আহমদ বিন মারযুক رَضِيَ اللّٰهُ  تَعَالٰی عَنۡهُ বর্ণনা করেন: এক দিন শায়খ আবুল আব্বাস হাজরমী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ আমার কাছে জিজ্ঞাসা করলেন, জীবিতদের সাহায্য বেশি শক্তি রাখে না কি মৃতদের? আমি বললাম, কিছু কিছু লােক বলে থাকে,জীবিতদের সাহায্য বেশি শক্তি রাখে। আর আমি বলি যে, মৃতদের সাহায্য বেশি শক্তি রাখে। শায়খ বললেন, হ্যাঁ, এ কথাই বিশুদ্ধ । কেননা, ওফাতপ্রাপ্ত বুজর্গরা আল্লাহর দরবারে তারই সাথে হয়ে থাকেন। (আশিয়াতুল লুমআত, ১ম খন্ড, পৃষ্ঠা: ৭৬২)। 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন