আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া

 

আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া

নিয়ে শাফেঈ মুফতীর ফতােয়া 


শায়খুল ইসলাম হযরত সাইয়েদুনা শিহাব রামালী আনছারী শাফে  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ (ওফাত: ১০০৪হি.) এর কাছে ফতােয়া চাওয়া হল। হুজুর! বলুন, সাধারণ লােকেরা যে মুসিবতের সময় ‘হে অমুক শায়খ ' বলে আহ্বান করে এবং নবী-ওলীদের নিকট প্রার্থনা করে শরীয়ত অনুযায়ী এর বিধান কী? তিনি ফতােয়া দিলেন: নবী-রসূলগণ এবং সালিহ ও আলেমগণ থেকে তাদের ইন্তিকালের পরেও সাহায্য ও সহযােগিতা চাওয়া জায়েয। (ফতাওয়ায়ে রামালী, ৪র্থ খন্ড, পৃষ্ঠা: ৭৩৩) 



মৃত যুবকটি মুচকি হেসে বলল ...


 ইমাম আরেফ বিল্লাহ ওস্তাদ আবুল কাসেম কুশাইরী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেছেন: সুপ্রসিদ্ধ ওলী হযরত আবু সাঈদ খাররয  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেন: মক্কা শরীফে এক যুবককে ‘বাবে বনী শায়বা’য় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলাম। তিনি (মৃত ব্যক্তিটি) আমাকে চেয়ে মুচকি হেসে বললেন: 

يَا اَبَا سَعِيۡدٍ اَمَا عَلِمۡتَ اَنَّ الۡاَحِبِّاءَ اَحۡيَاٌء وَّاِنۡ مَّاتُوۡا وَِانَّمَا يُنۡقَلُوۡنَ مِنۡ دَارٍ اِلٰى دَارٍ٭  

অথাৎ: ‘হে আবু সাঈদ! আপনি কি জানেন না যে, আল্লাহর প্রিয় বান্দারা জীবিত, যদিও তারা মারা যান। ব্যাপারটি তাে কেবল এমনই যে, উনারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র।(রিসালায়ে কুশাইরিয়া । পৃষ্ঠা: ৩৪১) 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন