ওফাতের পর নবী করীম ﷺ সাহায্য করলেন

 

ওফাতের পর নবী করীম ﷺ সাহায্য করলেন


হযরত সাইয়েদুনা ইমাম বােখারী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ শ্রদ্ধেয় ওস্তাদ হযরত ইমাম ইবনে আবি শায়বা  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেছেন: আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা ওমর ফারূক رَضِيَ اللّٰهُ  تَعَالٰی عَنۡهُ এর সময় একবার 

অনাবৃষ্টি দেখা দিল। এক ভদ্রলােক হুজুর নবী করীম صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর পবিত্র রওজা শরীফে হাজির হয়ে আরজ করলেন: ইয়া রসুলাল্লাহ صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم আপনার উম্মতদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। কেন না, লােকজন অনাবৃষ্টিতে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় নবী হুজুর صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم সেই ভদ্র লােকটিকে স্বপ্নে দেখা দিয়ে ইরশাদ করলেন:তুমি ওমরের নিকট গিয়ে আমার সালাম বলবে। আর তাকে বলে দাও যে, বৃষ্টি হবে। (মুসান্নিফে ইবনে আবি শায়বা । ৭ম খন্ড, পৃষ্ঠা: ৪৮২। হাদিস: ৩৫)। 


সেই ভদ্রলােকটি ছিলেন রাসুলের সাহাবী হযরত সায়্যিদুনা বেলাল বিন হারেছ رَضِيَ اللّٰهُ  تَعَالٰی عَنۡهُ। হযরত সাইয়্যিদুনা ইমাম ইবনে হাজর আসকালানী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেছেন, এই বর্ণনাটি ইমাম ইবনে আবি 

শায়বা  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ সহীহ সনদ সহকারে বর্ণনা করেছেন। (ফতহুল বারী, ৩য় খন্ড । পৃষ্ঠা: ৪৩০, হাদিস: ১০১০) 


গম ও আলাম কা মারা হোঁ আকা বে সাহারা হোঁ। 

মেরি আসান হাে হার এক মুশকিল ইয়া রাসুলাল্লাহ! (ওয়াসায়িলে বখশিশ । পৃষ্ঠা: ১৩৪)। 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন