আল্লাহ ছাড়া অন্য কারাে থেকে সাহায্য কামনার ক্ষেত্রে হাদীসে পাকে উৎসাহ


আল্লাহ ছাড়া অন্য কারাে থেকে সাহায্য কামনার ক্ষেত্রে হাদীসে পাকে উৎসাহ


 প্রশ্ন (৫): আল্লাহ ছাড়া অন্য কারাে থেকে সাহায্য প্রার্থনার ক্ষেত্রে উৎসাহ দানের কিছু হাদীসে পাকের বর্ণনা দিন। 

উত্তর : আল্লাহ ছাড়া অন্য কারাে থেকে সাহায্য প্রার্থনার ক্ষেত্রে প্রেরণাদায়ক দুটি ফরমানে মুস্তফা صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم লক্ষ্য করুন। 

* “আমার দয়ালু অন্তরে অধিকারী উম্মতদের কাছে সাহায্য প্রার্থনা কর রিযিক পাবে।” (জামে ছগীর, ইমাম সুয়ূতী প্রণীত, পৃ-৭২, হাদীস নং-১১০৬)। 

* “কল্যাণ এবং নিজ বিপদে সাহায্য ভাল চেহারা বিশিষ্ট লােকদের থেকে চাও।” (ইমাম তাবরানী প্রণীত মু’জমে কবীর, খন্ড-১১, পৃ-৬৭, হাদীস নং-১১১১০)। 


আল্লাহ তায়ালা ইরশাদ করছেন, “দয়া আমার দয়ালু বান্দাদের থেকে চাও, তাদের আশ্রয়ে আরামে থাকবে, কেননা আমি আপন রহমতকে তাঁদের মাঝে রেখেছি।” 

(মসনদে শিহাব, খন্ড : ০১, পৃ : ৪০৬, হাদীস : ৭০০) 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন