আল্লাহ ছাড়া অন্য কারাে থেকে সাহায্য

 

আল্লাহ ছাড়া অন্য কারাে থেকে সাহায্য

চাওয়ার ব্যাপারে প্রশ্নোত্তর


প্রিয় ইসলামী ভাইয়েরা! কিছু লােক আল্লাহ ছাড়া অন্য কারাে থেকে সাহায্য প্রার্থনা করার ব্যাপারে কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। তাদেরকে বুঝানাের চেষ্টা করে সাওয়াব অর্জনের উদ্দেশ্যে ভাল ভাল নিয়্যতের সাথে কিছু প্রশ্নোত্তর উপস্থাপন করা হচ্ছে। 

যদি একবার পড়ে অন্তরের প্রশান্তি না পান তবে তিন বার পড়ে নিন। اِنۡ شَاءَ اللّٰه عَزّ وَجَلَّ অন্তর খুলে যাবে, সত্য কথা অন্তরে স্থান পাবে, কুমন্ত্রণা দূর হবে এবং অন্তরের প্রশান্তি নছীব হবে। 


হযরত আলীকে মুশকিল কোশা বলা কেমন? 


প্রশ্ন (১): হযরত আলী رَضِيَ اللّٰهُ  تَعَالٰی عَنۡهُ কে মুশকিল কোশা বলা কেমন? শুধুমাত্র আল্লাহই মুশকিল কোশা নয় কি? 

উত্তর : মুশকিল কোশা শব্দের অর্থ হচ্ছে, “বিপদ দূরকারী,বিপদে সাহায্যকারী।” নিঃসন্দেহে প্রকৃত অর্থে আল্লাহই মুশকিল কোশা। কিন্তু তাঁর অনুগ্রহে নবীগণ, সাহাবায়ে কেরাম, এবং আউলিয়াগণ এমনকি সাধারণ মানুষও মুশকিল কোশা ও সাহায্যকারী হতে পারে। এটাকে সাধারণভাবে বুঝে নেয়ার উদাহরণ হচ্ছে। যেমন; পৃথিবীর বিভিন্ন স্থানে বাের্ড লাগানাে রয়েছে “সাহায্যকারী পুলিশ ফোন নম্বর ১৫” । প্রত্যেকে এটা জানে যে পুলিশ চোর, ডাকাত ইত্যাদি থেকে বাঁচানাের কাজে, শক্রর ক্ষতি এবং অন্যান্য বিপদজনক স্থানে মুশকিল কোশা অর্থাৎ সাহায্য করার যােগ্যতা রাখে। মক্কা শরীফ থেকে হিজরত করে যে সকল সাহাবীরা মদীনা মুনাওয়ারায় পৌঁছেন, সেখানে তাঁদের সাহায্যকারী সাহাবীদেরকে ‘আনছার’ বলা হয়। আর ‘আনছার’ শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। এগুলাে ছাড়াও অসংখ্য উদাহরণ দেয়া যায়। যখন পুলিশ মুশকিল কোশা হতে পারে, সমাজের মেম্বার বিপদ দূরকারী হতে পারে, চৌকিদার যদি সাহায্যকারী এবং কাযী বা বিচারক যদি প্রার্থনা শ্রবণকারী হতে পারে তবে আল্লাহ তায়ালার দয়ায় হযরত মাওলা আলী শেরে খােদা كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ মুশকিল কোশা হতে পারবে না? 


কেহদে কোয়ি ঘিরা হে বালাউ নে হাছান কো, আয় শেরে খােদা বাহরে মদদ তেগে বকফ জা। 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন