তিন সাহাবীর ব্যাপারে তিন খারেজীর ষড়যন্ত্র

 

তিন সাহাবীর ব্যাপারে তিন খারেজীর ষড়যন্ত্র


দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মাদীনা কর্তৃক প্রকাশিত ১৯২ পৃষ্ঠা সম্বলিত কিতাব 'সাওয়ানেহে কারবালা’ এর পৃষ্ঠা নং ৭৬ হতে ৭৭ এর মধ্যে সদরুল আফাযীল হযরত আল্লামা মাওলানা সায়্যিদ মুহাম্মদ নঈমুদ্দীন মুরাদাবাদী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ উদ্ধৃত করছেন, খারেজীদের সম্প্রদায়ের এক জগণ্য ব্যক্তি আব্দুর রহমান বিন মুলজাম মুরাদাবাদী 'বুরাক বিন আব্দুলাহ তায়মী খারেজী ও আমর বিন বুকাইর তায়মী খারেজীকে মক্কায়ে মুকাররমায় একত্রিত করে মওলায়ে কায়েনাত হযরত সায়্যিদুনা আলী মুরতাজা, হযরত সায়্যিদুনা আমীরে মুআবীয়া ইবনে আবু সুফিয়ান এবং হযরত সায়্যিদুনা আমর ইবনে আস رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه দেরকে হত্যা করার ব্যাপারে প্রতিজ্ঞা করল। আর আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা আলী মুরতাদ্বা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه কে শহীদ করার জন্য ইবনে মুলজাম দায়িত্ব নিল এবং একটি নির্দিষ্ট তারিখ ও চূড়ান্ত করা হল। 



রূপক প্রেম ইবনে মুলজীমের দূর্ভাগ্যের কারণ হল


'মুসতাদরাক’ নামক কিতাবের মধ্যে রয়েছে, ইবনে মুলজাম এক খারেজীয়া মহিলার প্রেমে পাগল হয়ে গিয়েছিল। ঐ জালিমা খারেজীয়া মহিলা বিয়ের মহর হিসেবে তিন হাজার দিরহাম ও আল্লাহর পানাহ হযরত মওলা আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর হত্যা দাবি করে বসল। (মুসতাদরাক, ৪র্থ খন্ড, পৃ-১২১, হাদীস নং : ৪৭৪৪)।


ইবনে মুলজাম কূফায় পৌঁছল এবং ওখানকার খারেজীদের সাথে একত্রিত হল আর গােপনে তাদেরকে তার অপবিত্র ইচ্ছার কথা জানাল । তখন তারাও তার সাথে ঐক্যমত পােষণ করল। 



শাহাদাতের রাত


এই রমজানুল মুবারক মাসে (৪০ হিজরী) তাঁর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এটা অভ্যাস গত নিয়ম ছিল যে, একরাতে হযরত সায়্যিদুনা ইমামে আলী মকাম ইমাম হুসাঈন رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর কাছে, এক রাতে হযরত সায়্যিদুনা ইমাম হাছান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর কাছে এবং এক রাতে হযরত সায়্যিদুনা আব্দুলাহ ইবনে জাফর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর কাছে ইফতার করতেন।  আর তিন লােকমার বেশি খাবার খেতেন না এবং কম খাওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে বলতেন, আমার নিকট এটা খুবই ভাল মনে হয় যে, “আল্লাহর সাথে সাক্ষাতকালে আমার পেট যেন খালি হয়।” শাহাদাতের রাতে তাে এই অবস্থা অব্যাহত ছিল যে তিনি বার বার ঘর থেকে বাইরে তাশরীফ নিয়ে যাচ্ছিলেন আর আসমানের দিকে চেয়ে বলতে লাগলেন, আল্লাহর কসম! আমাকে কোন সংবাদ মিথ্যা দেয়া হয়নি। এটা ঐ রাত যার ওয়াদা করা হয়েছে । (বস্তুত তাঁর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه নিকট নিজের শাহাদাতের খবর পূর্ব থেকেই জানা ছিল ।) (সাওয়ানেহে কারবালা, পৃ-৭৬, ৭৭ থেকে সংকলিত) 

_____________________

হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন