হত্যামূলক আক্রমন
৪০ হিজরীর ১৭ই (অথবা ১৯ শে) রমজানুল মােবারক জুমার রাতে হাছনাঈনে কারীমাইনের আব্বাজান, আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা আলী মুরতাজা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه সাহারীর সময় জাগ্রত হলেন। মুয়াজ্জিন এসে ডাক দিলেন আর বললেন, নামায, নামায! আর তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه নামায পড়ার জন্যে ঘর থেকে বের হলেন। রাস্তায় লােকদের নামাযের জন্য ডাকতে ডাকতে মসজিদের দিকে তাশরীফ নিয়ে যাচ্ছিলেন হঠাৎ দূর্ভাগা ইবনে মুলজাম খারেজী মওলা আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর উপর তলােয়ারের এমন এক কঠোর আঘাত হানল,যার তীব্রতায় তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর কপাল কান পর্যন্ত কেটে গেল, তলওয়ার মগজ পর্যন্ত পৌঁছে থামল। এতটুকুতে চারপাশ থেকে লােকজন দৌঁড়ে এল, ঐ দূর্ভাগা খারেজীকে ধরে ফেলল। এমন মর্মান্তিক দূর্ঘটনার ২ দিন পর তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه শাহাদাতের অমীয় সুধা পান করলেন।(তারীখুল খুলাফা, পৃ-১৩৯) ।
তাঁদের উপর আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হােক এবং তাঁদের সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হােক।
আমীন বিজাহিন্নাবিয়্যিল আমিন صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন