সন্তানদের উত্তম আদব শেখান

 

সন্তানদের উত্তম আদব শেখান


 সন্তানের উত্তম শিক্ষা সম্পর্কে মুস্তফা صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  এর বাণী: “নিজের সন্তানের সাথে উত্তম আচরণ করাে এবং তাদের উত্তম আদব শেখাও।” (ইবনে মাজাহ, ৪খন্ড, ১৮৯ পৃষ্ঠা, হাদীস নং-৩৬৭১)।


তােমাদের নিকট তােমাদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে


হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ বিন ওমর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا এক ব্যক্তিকে বললেন নিজের সন্তানদের উত্তম শিক্ষা দাও কেননা তােমাদের নিকট তােমাদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তােমরা তাদের কিরূপ প্রশিক্ষিত করেছে এবং তােমরা তাকে কি শিখিয়েছাে? (শুয়াবুল ঈমান, ৬ষ্ঠ খন্ড, ৪০০ পৃষ্ঠা, হাদীস নং-৮৬৬২)।


খুমিটে বেকার বাতোঁ কি, রাহে 

লব পে যিকরুল্লাহ মেরে দম বদম 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন