দশ হাজার দিরহাম দিয়ে ধন্য করে দিলেন

 

দশ হাজার দিরহাম দিয়ে ধন্য করে দিলেন 


হযরত সায়্যিদুনা ইমামে হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর পাশে বসে এক ব্যক্তি একবার আল্লাহ তাআলার নিকট দশ হাজার দিরহামের প্রার্থনা করছিলাে, যখনই তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এই অভাবীর দোয়া শুনলেন, সাথে সাথেই নিজের ঘরে তাশরীফ নিয়ে গেলেন এবং সেই 

ব্যক্তির জন্য দশ হাজার দিরহাম প্রেরণ করলেন।(ইবনে আসাকির, ১৩ খন্ড, ২৪৫)।


মেরা দিল করতা হে মে ভি হজ্ব করোঁ

 হু আতা যাদে সফর চশমে করম! 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন