সাথে সাথেই প্রয়ােজন মিটিয়ে দিলেন

 

সাথে সাথেই প্রয়ােজন মিটিয়ে দিলেন

 

হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর খেদমতে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে লিখিত আবেদন করলাে। তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ না পড়েই বললেন: তােমার প্রয়ােজন মিটিয়ে দেয়া হবে। আরয করা হলাে: হে রাসূলের দৌহিত্র رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ আপনি তার আবেদন পড়েই যদি উত্তর দিতেন। বললেন: যতক্ষণ আমি তার আবেদন পড়বো ততক্ষণ সে আমার সামনে লজ্জাবনত হয়ে দাঁড়িয়ে থাকবে আর যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে যে, তুমি ভিক্ষুককে এতক্ষণ দাঁড় করিয়ে কেন রেখেছাে, কেন অপমান করেছাে? তখন আমি কি উত্তর দিবাে? (ইহইয়াউল উলুম, ৩য় খন্ড, ৩০৪ পৃষ্ঠা)।


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন