অতিথিপরায়ণ বৃদ্ধা

 

অতিথিপরায়ণ বৃদ্ধা 


হাসানাঈন করীমাঈন (অর্থাৎ হাসান ও হুসাঈন) এবং আব্দুল্লাহ ইবনে জাফর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمۡ তিনজনই হজ্বের উদ্দেশ্যে যাচ্ছিলেন, খাবার পানিয় এবং মালপত্রের উট অনেক পেছনে রয়ে গিয়েছিলাে। ক্ষুধা ও তৃষ্ণায় অতিষ্ট হয়ে তাঁরা পথে এক বৃদ্ধার তাবুতে গেলেন এবং তাকে বললেন: আমাদের পিপাসা লেগেছে। তিনি একটি ছাগলের দুধ বের করে এই তিনজনকে পেশ করলেন। দুধ পান করে তাঁরা বললেন: খাবারের জন্য কিছু আনুন! বৃদ্ধা বললেন যে, খাবারের জন্য তাে কিছু নাই, আপনারা এই ছাগলটি জবাই করে খেয়ে নিন। তাঁরা এমনি করলাে, খাওয়া দাওয়ার পর তাঁরা বললাে: আমরা হলাম কুরাইশী, যখন সফর থেকে ফিরে আসবাে আপনি আমাদের নিকট আসবেন, আমরা এই অনুগ্রহের প্রতিদান দিবাে। একথা বলে তাঁরা সামনের দিকে অগ্রসর হলেন, যখন সেই বৃদ্ধার স্বামী আসলাে তখন এতই অসন্তুষ্ট হলাে যে, তুমি ছাগলটি এমন লােকের জন্য জবাই করে দিয়েছো, যাদের সম্পর্কে না আমরা জানি এবং না আছে তাদের সাথে বন্ধুত্ব। এই ঘটনার পর কিছুদিন অতিবাহিত হয়ে গেলাে। সেই বৃদ্ধা ও তার স্বামীর মদীনা মুনাওয়ারায় زَادَها للّٰهُ شَرَفًا وَّتَعۡظِیۡمًا  যাওয়ার প্রয়ােজন হলাে, তারা সেখানে পৌঁছলাে এবং উটের মল খুঁজে খুঁজে বিক্রি করতে লাগলাে (যেন তাদের পেট ভরতে পারে)। একদিন এই বৃদ্ধা কোথাও যাচ্ছিলাে, পথিমধ্যে হযরত সায়্যিদুনা ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর মহা মর্যাদাময় বাড়ির পাশ দিয়ে অতিক্রম করছিলাে, তখন তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ দরজায় দাড়িয়ে ছিলেন। বৃদ্ধার প্রতি যখনই দৃষ্টি পরলাে, তখনই তাকে চিনে নিলেন এবং তাকে বললেন: হে মহিলা! আপনি কি আমাকে চিনতে পারছেন? সে বললাে: না। তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বললেন: আমি হলাম সেই, যে অমুক দিন আপনার মেহমান হয়েছিলাে। সে বললাে: আচ্ছা! আপনি তাহলে সেই? এরপর তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ সেই বৃদ্ধাকে এক হাজার ছাগল এবং এক হাজার দীনার প্রদান করলেন আর তার গােলামের সাথে তাকে হযরত সায়্যিদুনা ইমামে হুসাইন : رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর নিকট প্রেরণ করলেন। তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বৃদ্ধার নিকট জিজ্ঞাসা করলেন: হে মহিলা! আমার ভাইজান আপনাকে কি দিয়েছে? সে বললাে: এক হাজার ছাগল এবং এক হাজার দীনার দান করেছেন। হযরত সায়্যিদুনা ইমাম হুসাইন رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ তাকে এরূপ উপহার প্রদান করেন এবং তাঁর গােলামের সাথে হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জাফর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর নিকট প্রেরণ করলেন। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন: হাসানাঈন করীমাঈন رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا আপনাকে কতটুকু মাল দিয়েছেন? তিনি বললেন: তাঁরা উভয়ে দু'হাজার ছাগল এবং দু’হাজার দীনার প্রদান করেছেন। হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জাফর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ ও তাকে দুই হাজার দীনার এবং দুই হাজার ছাগল দান করলেন। এভাবে সেই বৃদ্ধা চার হাজার দীনার এবং চার হাজার ছাগল নিয়ে তার স্বামীর নিকট ফিরে গেলাে। (ইহইয়াউল উলুম, ৩য় খন্ড, ৩০৭ পৃষ্ঠা)।


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد  

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন