সুরমা এবং সুগন্ধি দ্বারা আতিথেয়তা

 

সুরমা এবং সুগন্ধি দ্বারা আতিথেয়তা 


আমীরুল মুমিনিন হযরত সায়্যিদুনা ওসমান গনী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বিবাহের দাওয়াতে অংশগ্রহন করার জন্য (হযরত সায়্যিদুনা ইমাম) হাসান বিন আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا কে বার্তা প্রেরণ করেন। যখন তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ তাশরীফ নিয়ে এলেন তখন আমীরুল মুমিনিন হযরত সায়্যিদুনা ওসমান গণী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ নিজের সাথে আসনে বসালেন। হযরত সায়্যিদুনা ইমামে হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বললেন: আমি রােযা আছি, যদি আমি এই বিষয়ে পূর্বে জানতাম যে, দাওয়াত করবেন তবে আমি (নফল) রােযা রাখতাম না। হযরত সায়্যিদুনা ওসমান গণী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বললেন: আপনি চাইলে আপনার জন্য তেমনই আয়ােজন করা হবে যা একজন রােযাদারের জন্য করা হয়। হযরত সায়্যিদুনা ওসমান গনী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ জিজ্ঞাসা করলেন: রােযাদারের জন্য কি আয়ােজন করা হয়? বললেন: “তা হলাে রােযাদারকে সুরমা ও সুগন্ধি লাগানাে হয়। অতঃপর আমীরুল মুমিনিন হযরত সায়্যিদুনা ওসমান গণী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ সুরমা ও সুগন্ধি আনালেন এবং তাঁকে এই দুটি লাগানাে হলাে। (তারীখে মদীনা মুনাওয়ারা, ৩য় অধ্যায়, ৯৮৪ পৃষ্ঠা)।


হে আশিকানে সাহাবা ও আহলে বাইত! এই কাহিনী থেকে আমরা এই মাদানী ফুল অর্জন করি যে, যদি মুসলমান পূর্বেই খাবারের দাওয়াত দেয় তবে সুযােগ অনুযায়ী তার মনােতুষ্টির জন্য নফল রােযা ত্যাগ করে দেয়া যায়। 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন