শিশুকালেই হাদীস শুনে স্মরন করে নেন
তাবেঈ বুযুর্গ হযরত সায়্যিদুনা আবুল হাওরা رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেন: আমি হযরত সায়্যিদুনা ইমামে হাসান বিন আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا কে জিজ্ঞাসা করলাম: আপনার কি রাসূলুল্লাহ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم থেকে শুনা কোন হাদীস স্মরন আছে? বললেন: এই হাদীস শরীফটি স্মরন আছে যে, (শিশুকালে) একবার আমি সদকার (অর্থাৎ যাকাত) খেজুর থেকে একটি খেজুর উঠিয়ে মুখে পুরে দিলে নানাজান, রহমতে আলামিয়ান صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم আমার মুখ থেকে সেই খেজুর বের করে নিলেন এবং সদকার খেজুরের মধ্যে আবারাে রেখে দিলেন। আরয করা হলাে: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم যদি একটি খেজুর তিনি খেয়ে নেন তবে এমন কি সমস্যা? প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করলেন: اِنَّا اٰلُ مُحَمَّدٍ لَا تَحِلُّ لَنَا الصَّدَقَةُ অর্থাৎ আমরা মুহাম্মদের সন্তানদের জন্য সদকার সম্পদ হালাল নয়। (আসাদুল গাবা, ২য় খন্ড, ১৬ পৃষ্ঠা)।
প্রসিদ্ধ মুফাসসীর, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ মিরাত ৩য় খন্ডের ৪৬ পৃষ্ঠায় লিখেন: “নিজের অবুঝ সন্তানকেও নাজায়িয করাতে দেবেন না। এই দেখুন! হযরত হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ সেই সময় খুবই ছােট ছিলেন, কিন্তু হুযুরে আনওয়ার
صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم তাঁকেও যাকাতের শুকনাে খেজুর খেতে দিলেন না।”
প্রিয় ইসলামী ভাইয়েরা! দু’জাহানের তাজেদার, সুলতানে বাহরােবার صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم নিজের প্রিয় দৌহিত্র সায়্যিদুনা ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কে কিরূপ উত্তম শিক্ষা দিলেন! এই বর্ণনায় আমাদের জন্য এই মাদানী ফুল রয়েছে যে, সন্তানের শিক্ষা প্রাথমিক বয়সেই করা উচিৎ। সাধারণত দেখা যায় যে, পিতামাতা সন্তানের শিক্ষার সঠিক হক আদায় করে না এবং শিশুকালে ভাল মন্দের পার্থক্য শেখায় না আর যখন সেই সন্তান বড় হয়ে যায় তখন এমন পিতামাতা নিজের সন্তানদের অবাধ্যতার কারণে কাঁদতে দেখা যায়। পিতামাতার উচিৎ যে, শিশুকালেই নিজের সন্তানদের শিক্ষা, শরীয়ত ও সুন্নাত অনুযায়ী করা। শিশু মনে করে তাকে ছেড়ে দেবেন না এবং এরূপ বলে তাদের শিক্ষার প্রতি উদাসীন থাকা যে, এখনাে তাে শিশু, যখন বড় হবে নিজে নিজেই বুঝে নিবে।
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন