খেলাফতে রাশেদা
নবীয়ে করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর পর খলিফায়ে বরহক ও ইমামে মুতলাক হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দিক, অতঃপর হযরত ওমর ফারুক, অতঃপর হযরত ওসমান গণী, অতঃপর হযরত মওলা আলী, অতঃপর ছয় মাসের জন্য হযরত ইমাম হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمۡ ছিলেন, এ সকলদে খােলাফায়ে রাশেদীন এবং তাঁদের খেলাফতকে খেলাফতে রাশেদা বলা হয়। (বাহারে শরীয়ত, ১ম খন্ড, ২৪১ পৃষ্ঠা)।
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন