হে আল্লাহ! আমি তাকে ভালবাসি
হযরত সায়্যিদুনা বারা বিন আযিব رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: আমি দেখলাম যে, নূরের আধার, সকল নবীদের সর্দার صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم (ইমামে) হাসান বিন আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا কে কাঁধে উঠিয়ে রেখেছেন এবং আল্লাহ তাআলার দরবারে আরয করছেন: اَللّٰهُمَّ اِنِّیۡ اُحِبُّهٗ فَاَحِبَّهٗ অর্থাৎ হে আল্লাহ! আমি তাঁকে ভালবাসি, তুমিও তাঁকে ভালবাসাে।
(তিরমিযী, ৫ম খন্ড, ৪৩২ পৃষ্ঠা, হাদীস নং-৮৯)।
ইয়া হাসান! আপনি মুহাব্বাত দিজিয়ে!
ইশক মে আপনে হামে গুম কিজিয়ে
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন