ইমাম হাসান মুজতাবার খেলাফত

 

ইমাম হাসান মুজতাবার খেলাফত 


আমীরুল মুমিনিন হযরত সায়্যিদুনা আলীউল মুরতাদা শেরে খােদা كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ  এর শাহাদতের পর হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতাবা ও رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ খেলাফতের মসনদে সমাসীন হলে কুফাবাসীরা তাঁর মুবারক হাতে বাইয়াত গ্রহন করে। তিনি  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ সেখানে কিছুদিন অবস্থান করেন, অতঃপর কতিপয় শর্তসাপেক্ষে খেলাফতের দায়ভার হযরত সায়্যিদুনা আমীরে মুয়াবিয়া ও رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কে সমর্পন করে দেন। হযরত সায়্যিদুনা আমীরে মুয়াবিয়া رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ সকল শর্ত মেনে নিলেন এবং পরস্পর সন্ধি হয়ে গেলাে। এভাবেই 

হুযুর নবীয়ে করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  এর এই মুজিযা প্রকাশ পেলাে। যা তিনি صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  ইরশাদ করেছিলেন যে, “আল্লাহ তাআলা আমার এই সন্তানের মাধ্যমে মুসলমানের দুটি বড় দলের মাঝে সন্ধি করিয়ে দেবেন।” (সাওয়ানেহে কারবালা, ৯৬ পৃষ্ঠা) 


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد  

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন