সর্ব প্রথম গাউসুল আযম

 

সর্ব প্রথম গাউসুল আযম


ইমামে হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর বিনয়ের প্রতি সাধুবাদ! খেলাফত ছাড়া কারণে আল্লাহ তাআলা তাঁকে গাউছে আযমের মর্যাদা দান করেছেন। যেমনটি ফতােয়ায়ে রযবীয়া এর ২৮তম খন্ডের ৩৯২ পৃষ্ঠায় আল্লামা আলী ক্বারী হানাফি মক্কী   رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  এর উদ্ধৃতি দিয়ে উল্লেখ রয়েছে: “নিশ্চয় আমি বুযুর্গদের নিকট থেকে জেনেছি যে, সায়্যিদুনা ইমাম হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ যখন ফিতনা ও বিপদের আশঙ্কায় (অর্থাৎ মুসলমানদের মাঝে ফিতনা দূর করার মানষে) এই খেলাফত ত্যাগ করলেন, আল্লাহ তাআলা এর পরিবর্তে তাঁকে এবং তাঁর সম্মানিত বংশে গাউছে আযমের মর্যাদা প্রদান করেন। সর্বপ্রথম গাউছে আযম স্বয়ং হুযুর সায়্যিদুনা ইমামে হাসান ছিলেন এবং মধ্যখানে শুধুমাত্র হুযুর সায়্যিদুনা আব্দুল কাদের এবং শেষে হযরত ইমাম মাহদীই হবে।” ও رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمۡ (ফতােয়ায়ে রযবীয়া, ২৮তম খন্ড, ৩৯২ পৃষ্ঠা)।


صلی الله تعالی علی محد 

اعلی الحبیب! 

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন