দুনিয়ার লজ্জা আখিরাতের আযাব থেকে উত্তম
হযরত সায়্যিদুনা হাসান মুজতাবা ও رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ যখন খেলাফত থেকে অব্যাহতি নিলেন তখন অনেক নির্বোধ লােক তাঁকে يَا عَارَ الۡمُؤمِنِيۡنَ (অর্থাৎ হে মুসলমানদের জন্য লজ্জার কারণ) বলে সম্বােধন করতাে, এতে তিনি رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলতেন: “লজ্জা, আগুন থেকে (অর্থাৎ দুনিয়ার এই লজ্জা আখিরাতের আযাব থেকে) উত্তম।” (আল ইস্তিয়াব, ১ম খন্ড, ৪৩৮ পৃষ্ঠা)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন