ইমাম হাসান মুজতাবার খুতবা

 

ইমাম হাসান মুজতাবার খুতবা


 হযরত সায়্যিদুনা শায়খ ইউসুফ বিন ইসমাঈল নাবহানী  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ  বলেন: যখন হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতাবা  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ হযরত সায়্যিদুনা আমীরে মুয়াবিয়া ও رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর বাইয়াত গ্রহন করে নেন এবং খেলাফতের দায়ভার তাকে সমর্পন করে দেন, তখন হযরত সায়্যিদুনা আমীরে মুয়াবীয়া  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ কুফায় আসার পূর্বেই তিনি  رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ মানুষের মাঝে খুতবা দিতে গিয়ে বলেন: “হে লােকেরা! নিশ্চয় আমি তােমাদের মেহমান এবং তােমাদের নবী صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم  এর আহলে বাইত, যাদের মধ্য থেকে আল্লাহ তাআলা সকল প্রকার নাপাকী দূর করে দিয়েছেন আর তাঁদের পুতঃপবিত্র করেছেন।” এই বাক্য তিনি বারবার পূনরাবৃত্তি করেন এমনকি উপস্থিত সকল লােকেরাই কান্না করতে লাগলাে এবং তাঁদের কান্নার আওয়াজ দূর থেকে শুনা যাচ্ছিলাে। 

(বারাকাতে আলে রাসূল, ১৩৮ পৃষ্ঠা)।


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد  

_______________

কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর

৩০টি কাহিনী 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন