সে আমার ফুল
হযরত সায়্যিদুনা আবু বকর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: নবী করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم আমাদের নামায পড়াচ্ছিলেন, এমন সময় (হযরত ইমাম) হাসান বিন আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا তাশরীফ নিয়ে আসলেন তখন তিনি ছােট ছিলেন। যখনই রাসূলে আকরাম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم সিজদায় যেতেন (হযরত ইমাম) হাসান মুজতাবা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ হুযুর আকরাম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর ঘাঁড় মুবারক এবং পিঠ মুবারকে বসে যেতেন। হুযুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم খুবই ধীরে নিজের মাথা মুবারক সিজদা থেকে উঠাতেন এবং তাঁকে আদর করে নামাতেন। যখন নামায পূর্ণ হলাে তখন সাহাবায়ে কিরাম عَلَيۡهِمُ الرِّضۡوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এই বাচ্চার প্রতি আপনি এমনভাবে আচরণ করছেন যে, আর কারাে সাথে এরূপ আচরণ করেন না? ইরশাদ করলেন: “সে হলাে দুনিয়ায় আমার ফুল।” (মুসনাদে ব্যার, ৯ম খন্ড, পৃষ্ঠা ১১১, হাদীস নং-৩৬৫৭)।
উন দো কা সদকা জিন কো কাহা মেরা ফুল হে কিজিয়ে রযা কো হাশর মে খান্দাঁ মিসালে গুল
(হাদায়িকে বখশীশ, ৭৭ পৃষ্ঠা)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন