আমার এই সন্তান হলাে সর্দার
হযরত সায়্যিদুনা আবু বকর رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ বলেন: আমি দেখলাম যে, হুযুর নবীয়ে করীম, রউফুর রহীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم মিম্বরে উপবিষ্ট আছেন এবং (ইমাম) হাসান বিন আলী رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا
তাঁর পাশেই রয়েছেন। নবীয়ে করীম صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم কখনাে মানুষের দিকে মনােযােগী হচ্ছিলেন এবং কখনাে (ইমাম) হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ এর দিকে দৃষ্টি দিচ্ছিলেন, হুযুর صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করলেন: “আমার এই সন্তান হলাে সায়্যিদ (অর্থাৎ নেতা), আল্লাহ তাআলা তাঁর মাধ্যমে মুসলমানদের দু'টি বড় দলের মাঝে সন্ধি করাবেন।” (বুখারী, ২য় খন্ড, ২১৪ পৃষ্ঠা, হাদীস নং-২৭০৪)।
صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب
صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد
_______________
কিতাব: ইমাম হাসান رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡه এর
৩০টি কাহিনী
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন